Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
সকালে চূড়ান্ত ব্যস্ততা, সময় বাঁচাতে ব্রেকফাস্টে রোজ স্মুদি খাচ্ছেন, শরীরের ক্ষতি করছেন না তো?এ বছর সবচেয়ে প্রতীক্ষিত ছবিগুলির মধ্যে আইএমডিবি-র লিস্টে পয়লা নম্বরে রয়েছে যে সিনেমাবিয়ের আগেই গর্ভবতী হন নেহা! এনিয়ে স্পষ্ট বললেন, 'সমস্যা কোথায়, আমি তো অঙ্গদকে ডেট করতাম'বিহারে ভোটার তালিকা সংশোধনীতে স্থগিতাদেশ নয়, আধার কার্ডকে মান্যতা দিল সুপ্রিম কোর্টজঙ্গলের পাশে গাড়ির মধ্যে মদের আসর, তৃণমূল নেতা ও বিজেপি নেত্রীকে হাতেনাতে ধরলেন স্থানীয়রাবিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! মিষ্টিতে ওষুধ মিশিয়ে প্রেমিকার গর্ভপাত করালেন ব্যক্তিবাবা হওয়ার মাত্র ২০ দিন পরই ডিউটিতে ফিরেছিলেন! যুদ্ধবিমান দুর্ঘটনা আর ফিরতে দিল না বাড়িতেইংল্যান্ড সিরিজে চারখানা বিশ্বরেকর্ড ভাঙতে পারেন শুভমান, যার তিনটির মালিক ডন ব্র্যাডম্যান২৫ বছর পর আবার আসছে ‘কিউঁকি সাস ভি কভি বহু থি’, একতা কাপুর বললেন, 'এই শো তো শুধু আমাদের নয়'৪ অগস্ট শুনানি শুরু, রাজসাক্ষী হতে চেয়ে হাসিনার বিপদ বাড়ালেন সাবেক পুলিশ কর্তা
Vicky Kaushal

ভিকি দেখাবেন ম্যাজিক! ক্যাটরিনাকেই গায়েব করবেন ‘জাদুকর’

বলি অভিনেতা ভিকি কৌশলের পা আজকাল নিশ্চয়ই মাটিতে পড়ছে না!

ভিকি দেখাবেন ম্যাজিক! ক্যাটরিনাকেই গায়েব করবেন ‘জাদুকর’

ভিকি-ক্যাট

শেষ আপডেট: 5 April 2025 08:46

দ্য ওয়াল ব্যুরো: বলি অভিনেতা ভিকি কৌশলের পা আজকাল নিশ্চয়ই মাটিতে পড়ছে না! অবশ্য তার কারণও রয়েছে, সাম্প্রতিক ছবি ‘ছাভা’ বক্স অফিসে এতটাই ভালো ব্যবসা করেছে যে, তিনিও ভাবতে পারেননি যে ছবিটির এত ভালো কালেকশন হবে! ‘ছাভা’ এখনও বক্স অফিসে দারুণভাবে চলছে, ‘ছাভা’র অসাধারণ সাফল্যের পর, এখন ভিকি কৌশল তাঁর নতুন ছবি নিয়ে প্রস্তুত। আজই ঘোষণা হল ভিকি কৌশল অভিনীত নতুন ছবির নাম।

ভিকির নতুন ছবির নাম ‘এক জাদুগর’। ছবির আনুষ্ঠানিক ঘোষণার পাশাপাশি, প্রথম লুক পোস্টারও প্রকাশ করা হয়েছে, যেখানে ভিকি কৌশলকে একজন জাদুকরের চরিত্রে দেখা যাচ্ছে। ছবির পোস্টার সম্পর্কে বলতে গেলে, ভিকিকে একজন জাদুকরের লুকে দেখা যাচ্ছে, মাথায় টুপি, বিশাল গোঁফ এবং হাতে জাদু কাঠি নিয়ে ভিকি, কৌশল দেখাচ্ছেন। তাসের পাশাপাশি, চারপাশে রয়েছে পায়রা এবং খরগোশও। ভিকি কৌশলের আসন্ন ছবি ‘এক জাদুগর’-এর পোস্টার ফ্যানদের ইতিমধ্যে উত্তেজিত করে তুলেছে।

ছবির নতুন পোস্টার

ভিকি কৌশলের ‘এক জাদুগর’ ছবির পোস্টার আজ অর্থাৎ ৫ এপ্রিল মুক্তি পাবে বলে ঘোষণা করা হয়েছিল। তবে ছবি সম্পর্কিত খুব বেশি তথ্য এখনও প্রকাশ করা হয়নি, এবং ভিকি কৌশলের সঙ্গে কোন অভিনেত্রী থাকবেন তাও এখনও প্রকাশ করা হয়নি।

ছবির পোস্টারে চোখ দিতেই আর যে বিষয়ে চোখ যাচ্ছে তা হল, এই ছবির মাধ্যমে ভিকি কৌশলের সঙ্গে পরিচালক সুজিত সরকারের ফের একবার হাত মেলাচ্ছেন। এর আগে তাঁরা দুজনেই ‘সর্দার উধম সিং’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন। পোস্টার মুক্তি পেলেও ‘এক জাদুগর’-এর মুক্তির তারিখ সম্পর্কে এখনও কোনও আপডেট পাওয়া যায়নি।


ভিডিও স্টোরি