শেষ আপডেট: 17th July 2024 20:17
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের প্রথম সারির অভিনেতাদের মধ্যে তিনি অন্যতম। ক্যাটরিনা কাইফের সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে আরওই চর্চার কেন্দ্রে এসে গেছেন তিনি। সেই ভিকি কৌশল এবার খোলাখুলি কথা বললেন, তাঁর পারিবারিক ওঠাপড়া নিয়ে। জানালেন, তাঁর বাবা শ্যাম কৌশল এক সময় আত্মহত্যা পর্যন্ত করতে চেয়েছিলেন!
সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভিকি এই কথা বলেছেন। ভিকি জানান, তাঁর ঠাকুরদা পাঞ্জাবের এক ছোট গ্রামে সামান্য একটি দোকান চালাতেন। কাজ জুটিয়ে রোজগার করে পরিবারের পাশে দাঁড়াবেন বলে ১৯৭৮ সালে মুম্বই আসেন ভিকির বাবা। কিন্তু সেভাবে কোনও কাজই পাচ্ছিলেন না। তখনই এক দিন হতাশ হয়ে বন্ধুদের তিনি বলেন, আত্মহত্যার কথা ভাবছেন।
ভিকি জানান, তাঁর ঠাকুরদা এই কথা জানতে পেরে ছেলের খোঁজ নিতে এক জনকে মুম্বই পাঠান। ভিকি এও বলেন, সেই সময় তাঁর বাবা এতটাই মরিয়া ছিলেন রোজগারের জন্য, যে মুম্বইয়ে জমাদারের কাজ করতেও রাজি হয়েছিলেন।
পরে বলিউডে স্টান্টম্যান হিসেবে নিজের কেরিয়ার শুরু করেন শ্যাম কৌশল। নয়ের দশক থেকে অবশ্য স্বাধীন অ্যাকশন ডিরেক্টর হিসেবেই বলিউডে নিজের জায়গা করে নেন। গ্যাংস অফ ওয়াসেপুর, ভাগ মিলখা ভাগ, পিকে-র মতো একাধিক সুপারহিট ছবিতে শ্যাম অ্যাকশনের দায়িত্ব সামলেছেন।
তবে গোড়ার দিকের সেসব দিনের স্মৃতি মনে করে ভিকির বাবা-মা চেয়েছিলেন, এই মুম্বই ইন্ডাস্ট্রিতে না এসে ভিকি ভাল কোনও চাকরি করুক। কথা প্রসঙ্গে ভিকি বলেন, তিনি ইঞ্জিনিয়ারিংয়ে ভাল র্যাংকও করেছিলেন। মোটা মাইনের চাকরির অফারও ছিল। কিন্তু দশটা-পাঁচটার চাকরি মেনে নিতে পারেননি তিনি নিজে।
তাই ঝুঁকি নিয়েই চলে আসেন মুম্বই, অভিনেতা হিসেবে শুরু করেন নিজের কাজ। কেরিয়ারের গ্রাফ ওপর দিকে উঠতে খুব বেশি সময় লাগেনি তাঁর। আর সফল যে হয়েছেন, তা আর বলার অপেক্ষা রাখে না।