শেষ আপডেট: 17th June 2023 09:24
দ্য ওয়াল ব্যুরো: প্রাক্তনের সঙ্গে একেবারেই মুখ দেখাদেখি বন্ধ রণবীর কাপুরের। কিন্তু স্ত্রী যদি গিয়ে সেই প্রাক্তনের সঙ্গেই বসে থাকেন, তাহলে আর কী করবেন অভিনেতা? ঘটেছে ঠিক এমনটাই। শুক্রবার রাতে মুম্বই বিমানবন্দরে পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবিই। দেখা গিয়েছে, অভিনেতার স্ত্রী আলিয়া ভাট অভিনেতার প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফের সঙ্গে বসে গল্প করছেন। সঙ্গে রয়েছেন ক্যাটরিনার স্বামী অভিনেতা ভিকি কৌশলও। যদিও তিনজন কী বিষয়ে গল্প করছিলেন, তা জানা যায়নি।
আসলে আলিয়া যাচ্ছিলেন ব্রাজিলের সাও পাওলোতে নেটফ্লিক্সের একটি অনুষ্ঠানে যোগ দিতে। হলিউডে তাঁর ডেবিউ ছবি ‘হার্ট অফ স্টোন’-এর অন্যান্য কলাকুশলীরাও সেখানে উপস্থিত হয়েছেন। অন্যদিকে ভিকি এবং ক্যাটরিনা কোথায় যাচ্ছিলেন, তা অবশ্য জানা যায়নি। দু’পক্ষেরই ফ্লাইটের সময় দেরিতে থাকায় এয়ারপোর্টের লাউঞ্জে বসে একসঙ্গে আড্ডা দিচ্ছিলেন।
উল্লেখ্য, গতবছরই ফারহান আখতারের ছবি ‘জি লে জারা’য় আলিয়া ও ক্যাটরিনার অভিনয় করার কথা শোনা গিয়েছিল। সঙ্গে অভিনয় করতেন প্রিয়াঙ্কা চোপড়াও। আসলে ‘দিল চাহতা হ্যায়’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’র তিন বন্ধুর মতো এবার তিন বান্ধবীদের নিয়েও একটা রোড ট্রিপের গল্প বলতে চেয়েছিলেন ফারহান। যদিও সেই প্রোজেক্টের ভবিষ্যৎ এখন বিশ বাঁও জলে। তাই এইমুহূর্তেই ক্যাটরিনা ও আলিয়াকে একসঙ্গে এক ছবিতে দেখার কোনও সম্ভাবনা নেই।
তবে ক্যাটরিনার সঙ্গে ছবি না হলেও তাঁর স্বামী ভিকি কৌশলের সঙ্গে ইতিমধ্যে স্ক্রিন শেয়ার করে ফেলেছেন আলিয়া। ২০১৮ সালে মেঘনা গুলজারের ‘রাজি’ সিনেমায় অভিনয় করেছিলেন তাঁরা। ছবিতে আলিয়ার চরিত্রটি ছিল ভারতের এক গুপ্তচরের এবং ভিকি কৌশল অভিনীত চরিত্রটি পাকিস্তানের এক উচ্চপদস্থ সেনা অফিসারের ছেলের। তবে এরপর আর কোনও ছবি তাঁরা করছেন কিনা, তা জানা যায়নি।
বিগ বস দিয়েই ওটিটি-তে পা ভাইজানের, প্রতিযোগী নির্বাচনে নাক গলাই না: সলমন খান