শেষ আপডেট: 7th May 2022 08:44
দ্য ওয়াল ব্যুরো: গতবছর ডিসেম্বরের ৯ তারিখ। নতুন এক তারকা দম্পতি পেল বলিউড (bollywood)। রাজস্থানের বিলাসবহুল দুর্গে বসে গাঁটছড়া বাঁধলেন ভিকি কৌশল আর বলিউডের হার্টথ্রব ক্যাটরিনা কাইফ (Vicky Kaushal Katrina Kaif)। তারপর বেশ কয়েকমাস কেটে গেছে। নতুন সংসার গুছিয়ে নিয়েছেন তাঁরা। তবে যুগলের ছবি দেখে এখনও চমকে চমকে উঠছেন নেটিজেনরা।
আরও পড়ুন: চালের টিনে গয়না! না বুঝে বেচেই দিয়েছিলেন বীরভূমের কুমুদ, ফিরিয়ে দিল মসজিদ কমিটি
শনিবার সকালে ভিকির সঙ্গে নতুন একটি ছবি শেয়ার করেছেন ক্যাটরিনা (Vicky Kaushal Katrina Kaif)। সুইমিং পুলের মধ্যেই দাঁড়িয়ে আছেন দুজন। তাঁদের সারা শরীর চুপচুপে ভেজা। জল গায়ে মেখে সুইমিং পুলের উষ্ণতা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেন ভি-ক্যাট।
ছবিতে একটা দারুণ ক্যাপশনও লিখেছেন ক্যাটরিনা। লিখেছেন ‘মি অ্যান্ড মাইন’, অর্থাৎ , ‘আমি আর আমার’।
ছবিতে ভিকির গায়ে কোনও পোশাক নেই। তাঁর অনাবৃত ঊর্ধ্বাঙ্গে জলের ছিটে লেগে রয়েছে। আর ক্যাটরিনা পরে আছেন সাদা সুইমিং কস্টিউম। তাঁর শরীরেও জলের ফোঁটা স্পষ্ট (Vicky Kaushal Katrina Kaif)।
এই ছবি ইনস্টাগ্রামে ছড়ানোর পর থেকে কমেন্টের বন্যা বয়ে গেছে। প্রিয়াঙ্কা চোপড়া থেকে হৃতিক রোশন, বলিউডের তারকারা কমেন্ট করে ছবিতে তাঁদের ভালবাসা জানিয়েছেন। নেটজেনরাও এমন উষ্ণ ছবি দেখে উচ্ছ্বসিত। যুগলের প্রেমে মজে রয়েছেন তাঁদের ভক্তরাও।