
‘ক্যাটরিনার স্বামী হিসাবে আমি নিখুঁত নই’, ভিকির মন্তব্যে ভাঙনের ইঙ্গিত?
দ্য ওয়াল ব্যুরো: ২০২১ সালের ডিসেম্বরে চারহাত এক হয়েছিল দুই বলিউড তারকার। সবেমাত্র বিয়ের এক বছর কেটেছে। এরমধ্যেই ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) সঙ্গে তাঁর বৈবাহিক সম্পর্ক নিয়ে নিজের ব্যর্থতার কথা প্রকাশ্যে আনলেন ভিকি কৌশল (Vicky Kaushal)। বললেন, ‘আমি কোনওদিক থেকেই স্বামী হিসাবে নিখুঁত নই।”
‘ক্যাট-কৌশল’কে এর আগে কোনওদিনই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে দেখা যায়নি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিকি যে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন, তাতে স্বভাবতই অনুরাগীদের মনে অন্য আশঙ্কা দানা বেঁধেছে। অভিনেতা সেখানে শুধুই নিজের ব্যর্থতার কথা বলেননি, একইসঙ্গে স্ত্রী হিসাবে ক্যাটরিনার প্রশংসাও করেছেন।
বেশ কয়েক বছর প্রেমের পর ২০২১-এর ডিসেম্বরে রাজস্থানের এক কেল্লায় বিয়ে সারেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। রিয়েল লাইফ জুটি হলেও রিল লাইফে এখনও অবধি ভিকি ও ক্যাটরিনা জুটি বাঁধেননি। তবে ক্যাটরিনার সঙ্গে চুটিয়ে সংসার করছেন ভিকি, এমনটাই ধারণা দু’জনের ভক্তদের। এবার কি সেই সম্পর্কেই চিড় ধরেছে?
ঠিক কী বলেছেন ভিকি?
অভিনেতা সেই সাক্ষাৎকারে বলেছেন, “আমি কোনওদিক থেকেই নিখুঁত নই। না স্বামী হিসাবে, না সন্তান হিসাবে। এমনকী অভিনেতা হিসাবেও আমার এখনও অনেক গলদ আছে। তবে নিজের সমস্ত ভুলভ্রান্তি শুধরে সেরা হওয়ার চেষ্টা করছি। স্ত্রী হিসাবে ক্যাটরিনার তুলনা হয় না। তাই আমিও সেরা স্বামী হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আজ আমি যা, কাল তার থেকেও উন্নত হওয়ার এই চেষ্টা আজীবন জারি থাকবে।”
বাংলার মেয়ের ছবিতে ছয়লাপ তামিলভূম, ভাষার বেড়া ডিঙিয়ে ‘কথা’ হবে সিনেমায়