শেষ আপডেট: 31st January 2025 19:54
দ্য ওয়াল ব্যুরো: ভিকি কৌশল যে সহ-অভিনেতাদের প্রতি যত্নশীল, তা আবারও প্রমাণ করলেন ‘ছাবা’র প্রচারে। ট্রেলার লঞ্চের পর এবার ছবির নতুন গান ‘জানে তু’-এর প্রকাশ অনুষ্ঠানে রশ্মিকা মান্দানার পাশে ছায়ার মতো থাকতে দেখা গেল ভিকিকে। ৩১ জানুয়ারি হায়দরাবাদে আয়োজিত হয় ‘ছাবা’র গান রিলিজ ইভেন্ট। পায়ে চোট পাওয়ার কারণে রশ্মিকা আপাতত হাঁটতে পারছেন না, তাই হুইলচেয়ারই তাঁর ভরসা।
ইভেন্টেও হুইলচেয়ারে করে হাজির হন তিনি, আর সেই চেয়ার ঠেলে নিয়ে আসেন খোদ ভিকি! শুধু তাই নয়, মঞ্চে উঠে হুইলচেয়ারে বসা রশ্মিকার পাশে হাঁটু গেড়ে বসে পোজও দেন ভিকি। এই আন্তরিক মুহূর্ত মন ছুঁয়েছে নেটিজেনদের। সেইদিন বেগুনি কুর্তা-পায়জামায় নজর কাড়েন ভিকি, অন্যদিকে গোলাপি-কমলা ও হলুদের মিশ্রণে উজ্জ্বল সালোয়ার কামিজে মোহময়ী লাগছিল রশ্মিকাকে।
View this post on Instagram
এর আগেও মুম্বইয়ে ‘ছাবা’র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে রশ্মিকাকে ধরে ধরে মঞ্চে তুলতে দেখা গিয়েছিল ভিকিকে। তবে শুধু ভিকি-রশ্মিকার রসায়ন নয়, ‘ছাবা’ বিতর্কেও শিরোনামে উঠে এসেছে। ছবির ট্রেলারে ছত্রপতি সম্ভাজি মহারাজকে লেজিম নৃত্য করতে দেখানোয় আপত্তি জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ও মন্ত্রী উদয় সামন্ত। বিতর্কের জেরে ছবির ওই দৃশ্য ইতিমধ্যেই বাদ দেওয়া হয়েছে।
এদিকে, ছবির নতুন গান ‘জানে তু’, যা শুক্রবার মুক্তি পেয়েছে, গেয়েছেন অরিজিৎ সিং। গানের সুর ও কথা শ্রোতাদের মনে দাগ কাটছে। মারাঠা রাজা ছত্রপতি সম্ভাজি মহারাজ ও মহারানি ইয়েসুবাঈ-এর প্রেমকাহিনি তুলে ধরা হয়েছে এই গানে, যা সপ্তদশ শতকের ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি হয়েছে।