শেষ আপডেট: 20th February 2022 13:05
দ্য ওয়াল ব্যুরো: অনস্ক্রিনে (Onscreen) না হলেও অফস্ক্রিনে জীবনের সিনেমায় জুটি বেঁধেছেন ভিকি কৌশল (Vicky Kausal) ও ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। দু'মাসের বেশি বিয়ে হয়েছে। নিভৃতে সারা এই জুটির বিয়ে নিয়ে ভক্তদের মধ্যে ছিল প্রবল কৌতূহল। তবে, দুজনেরই ভক্তকুল খুশি এই দুজনকে একসঙ্গে দেখে। তবে পুরোটাই পর্দার বাইরের গল্প। এখনও এই জুটির অনস্ক্রিন কেমিস্ট্রি দেখেননি ভক্তরা। কিছুদিন আগেই ভিকি-ক্যাটরিনাকে সিনেমার পর্দায় একসঙ্গে দেখতে পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। ফারহান আখতারের নতুন ছবি 'জি লে জারা' সিনেমায় পুরুষ চরিত্রে ভিকি কৌশলকে দেখা যাবে বলে জল্পনা শুরু হয়। এই সিনেমায় অন্যতম ভূমিকায় আছেন ক্যাটরিনা। তবে সেই জল্পনা এখনও জল্পনাতেই থেকে গেছে। তার মধ্যেই ভক্তদের মধ্যে এই দু'জনকে একসঙ্গে অনস্ক্রিনে দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রথমবার ছোট পর্দার একটি শোয়ে অতিথি হিসেবে দেখা যাবে ভি-ক্যাট জুটিকে। আরও পড়ুনঃ ধর্মের জন্যেই বলিউড ছেড়েছিলেন, হিজাব নিয়ে ক্ষোভ উগরে দিলেন 'দঙ্গলের' সেই জায়রা একটি সংবাদমাধ্যম সূত্রে খবর, স্টার প্লাস তাদের একটি সিরিয়ালের জন্য এই জুটিকে আমন্ত্রণ জানিয়েছে। তবে ওই পক্ষ থেকে এখনও কোনও খবর মেলেনি। স্মার্ট জোরি নামক এই শোয়ে অতিথির আসনে থাকবে তাঁরা। যা ভারতীয় টিভি ইতিহাসে প্রথম। যদি এটা সত্যি হয়, এবং দুজনেই রাজি হয় তবে আর এই নবদম্পতিকে খুব শীঘ্রই দেখা যাবে টিভির পর্দায়। এই শো-টি একটি কানাড়া শো-এর অনুকরণে বানানো হচ্ছে। শোয়ের সঞ্চালনার দায়িত্বে থাকবেন মনীশ পল।