শেষ আপডেট: 20th March 2024 11:54
দ্য ওয়াল ব্যুরো: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সব্যসাচী চক্রবর্তী। মঙ্গলবার রাতে তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে খবর। কী হয়েছে ফেলুদার? এখনও পর্যন্ত সেটা ঠিকমতো জানা যায়নি। সূত্রের খবর, সব্যসাচীর চিকিৎসা চলছে।
কিছুদিন আগেই নাতির অন্নপ্রাশণে হইহই করতে দেখা গিয়েছিল তাঁকে। গৌরব-ঋদ্ধিমার ছেলে ধীরের অন্নপ্রাশন অনুষ্ঠান বেশ জাঁকজমকের সঙ্গেই হয়। নাতির মুখেভাতে বেশ খোশমেজাজেই দেখা গিয়েছিল ফেলুদাকে। নাতি তাঁর মন জুড়ে রয়েছেন। ধীরের সঙ্গে সময় কাটাতে খুবই পছন্দ করেন দাদু, এটা আগেই জানিয়েছিলেন গৌরব। তারপরেই শোনা গেল তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। স্বাভাবিকভাবেই চিন্তা বেড়েছে ফেলুদা-অনুগামীদের।
ঠিক কী কারণে সব্যসাচীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে তা জানা যায়নি। তবে গতকাল রাতেই যে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এ খবর নিশ্চিত করেছেন তাঁর পরিবারের লোকজনই।
গত বছর ঢাকা চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন সব্যসাচী। সেদেশের সংবাদমাধ্যমের কাছে তিনি বলেছিলেন, কাজ ধীরে ধীরে কমিয়ে দেবেন। অবসর নিতে পারেন তিনি। এমনকী তাঁকে এও বলতে শোনা যায়, ‘আমি অসুস্থ, আর এবার নতুনদের জায়গা ছেড়ে দেওয়া উচিত।’ তবে তার কিছুদিন পরেই তিনি বলেন যে তাঁর কথার অন্য মানে বের করা হচ্ছে। তিনি কাজ আগের থেকে কমিয়ে দিতে পারেন, তবে এখনই অবসর নিচ্ছেন না।
অ্যাডভেঞ্চার খুবই পছন্দ তাঁর। ফেলুদা হিসেবে সব্যসাচীকে পছন্দ করেছেন অনেকেই। বর্ষীয়ান অভিনেতাকে এরপর দেখা যেতে পারে দেবী চৌধুরাণী সিনমাতে। শুভ্রজিৎ মিত্র পরিচালিত, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ‘দেবী চৌধুরানী’ ছবিতে হরবল্লভের ভূমিকায় অভিনয় করবেন তিনি। এই সিনেমায় তাঁর ছোট ছেলে অর্জুন চক্রবর্তীও অভিনয় করছেন।