শেষ আপডেট: 28th December 2023 15:30
দ্য ওয়াল ব্যুরো: ক্যানসার আক্রান্ত হয়েছিলেন শর্মিলা ঠাকুর। কবে তাঁর শরীরে এই মারণ রোগ বাসা বেঁধেছিল তা অবশ্য জানাননি। তবে কর্কট রোগকে হারিয়ে বর্ষীয়ান অভিনেত্রী যে এখন পুরোপুরি সুস্থ, সে কথা নিজেই স্বীকার করেছেন ‘কফি উইথ করণ’-এ এসে। এর পাশাপাশি শর্মিলা এও বলেন, ক্যানসার থেকে সুস্থ হয়ে ওঠার পরেও তাঁকে কড়া সাবধানতা মেনে চলতে হয়েছিল। যে কারণে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-র অফারও ছেড়ে দেন তিনি।
সম্প্রতি করণ জোহরের চ্যাট শো-এ ছেলে সইফ আলি খানের সঙ্গে হাজির হয়েছিলেন শর্মিলা ঠাকুর। সেখানে সইফের জীবনের নানা ঘাত-প্রতিঘাতের ঘটনা শোনা যায় শর্মিলার মুখে। এয়ারহোস্টেসের সঙ্গে সইফের প্রেম, অভিনেতার প্রথম পক্ষের স্ত্রী অমৃতা সিংয়ের সঙ্গে বিচ্ছেদ—সমস্তকিছু নিয়েই খোলামেলা কথা বলেছেন মা-ছেলে। সেখানেই কথায় কথায় এই প্রথমবার প্রকাশ্যে আসে ক্যানসার আক্রান্ত হওয়ার কথা। শর্মিলা নিজে মুখেই গোটা ঘটনা খুলে বলেন।
অভিনেত্রী বলেন, “করণ যখন আমার কাছে ছবিটিতে কাজের প্রস্তাব নিয়ে আসে, তখন কোভিডের চরম পর্যায়ে ছিল। সেই সময় সবাই কোভিডের সঙ্গে লড়াই করছিল, আমাদের টিকাও দেওয়া হয়নি। তাই কেউই চায়নি যে ক্যানসার সারিয়ে ওঠার পর আমি এই ঝুঁকি নিই। তাই কাজটি ছেড়ে দিয়েছিলাম।” এরপর করণ বলেন, “আলিয়ার ঠাকুমার চরিত্রটির জন্য শর্মিলা ঠাকুরকে প্রস্তাব দেওয়া হয়েছিল। পরে সেই চরিত্রে শাবানা আজমিকে দেখা গিয়েছিল।”
উল্লেখ্য, এখন অবশ্য সম্পূর্ণ সুস্থ আছেন শর্মিলা ঠাকুর। আর তারপরই তিনি ফিরে এসেছেন লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে। ১৪ বছর পর আবার বাংলা ছবিতে কাজ করছেন। সুমন ঘোষের পরিচালনায় ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে ‘পুরাতন’ ছবিতে কাজ করতে দেখা যাবে তাঁকে। গত ৮ ডিসেম্বর, শর্মিলার জন্মদিনেই শুরু হয়েছে ছবির শ্যুটিং। এর আগে ২০০৯ সালে অনিরুদ্ধ রায়চৌধুরীর পরিচালনায় শেষবার বাংলা ছবিতে (অন্তহীন) অভিনয় করেছিলেন তিনি।