শেষ আপডেট: 20th March 2024 12:14
দ্য ওয়াল ব্যুরো: ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের ঠাকুমাকে এখন আর দেখা যাচ্ছে না। বাড়ির বউকে সবসময় সাপোর্ট দেওয়া সেই মিষ্টি ঠাকুমাকে দেখতে না পেয়ে মন খারাপ দর্শকদের। কোথায় গেলেন লিলি চক্রবর্তী? এই প্রশ্নই ঘোরাফেরা করছিল দর্শকদের মনে। জানা গেছে, লিলি চক্রবর্তী খুব অসুস্থ। হাঁপানিতে ভুগছেন বর্ষীয়ান অভিনেত্রী। সিওপিডিও কাবু করেছে তাঁকে। শ্বাসকষ্ট নিয়ে গত ১২ দিন ধরে ভর্তি ছিলেন হাসপাতালে।
৮২ বছরেও দাপটের সঙ্গে অভিনয় করছেন লিলি। দমদমে তাঁর বাড়ি। অমিতাভ বচ্চনের সঙ্গে আলাপ থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের জুটি হয়ে ‘পোস্ত’। কাজের মধ্যেই খুঁজে নিয়েছেন আনন্দ। সম্প্রতি ‘নিম ফুলের মধু’ সিরিয়ালে কাজ করছিলেন। এই ধারাবাহিকের টিআরপিও বেশ ভাল। আর লিলির চরিত্র বেশ পছন্দ করছিলেন দর্শকরা। কিন্তু গত কয়েকদিন ধরে ধারাবাহিকে লিলিকে দেখতে না পেয়ে চিন্তিত ছিলেন সকলেই।
করোনার সময়েও অসুস্থ হয়ে পড়েছিলেন লিলি। তারপর সুস্থ হয়ে কাজে যোগ দেন। হাঁপানি, সিওপিডির সমস্যা তাঁর আছেই। এর আগেও হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁর পরিবার জানিয়েছিল, নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন লিলি। সংক্রমণ ধরা পড়েছিল ফুসফুসে। প্রাথমিক পর্যায়ে তাঁর অবস্থা দেখে ডাক্তাররা ব্রঙ্কোস্কপি করতে চেয়েছিলেন। পরে অবশ্য তাঁর আর প্রয়োজন হয়নি।
বাংলার স্বর্ণযুগের অভিনেত্রী তিনি। ভানু বন্দ্যোপাধ্যায় থেকে উত্তমকুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়–অভিনয় করেছেন সকলের সঙ্গেই। স্টার থিয়েটার থেকে প্রথম মঞ্চাভিনয়ের হাতেখড়ি। ছবি বিশ্বাস, তুলসী চক্রবর্তী, সুখেন দাস, বসন্ত চৌধুরী, সাবিত্রী চট্টোপাধ্যায় মতো রথী মহারথীদের সঙ্গে পাল্লা দিয়ে কাজ করেছেন। লিলি একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, থিয়েটার পাড়া আর স্টুডিয়োই তাঁর ঘরবাড়ি। কাজের মাঝে থাকাতেই তাঁর আনন্দ। তাড়াতাড়ি সুস্থ হয়ে তাই কাজেই ফিরতে চান লিলি চক্রবর্তী।