শেষ আপডেট: 5th July 2023 14:46
দ্য ওয়াল ব্যুরো: 'ভেড়িয়া'-র পর ফের নতুন ছবিতে বরুণ ধাওয়ান। এই প্রথমবার জাহ্নবী কাপুরের সঙ্গে জুটি বাঁধলেন বরুণ। অভিনেতার নতুন ছবি 'বাওয়াল'এর টিজার বেরোল বুধবার। প্রসঙ্গত, এই ছবিতে বরুণকে দেখে দর্শকের মনে পড়তেই পারে 'অক্টোবর' বা 'বদলাপুর' ছবির কথা।
বলিউডে ব্যর্থ প্রেমিকের চরিত্র মানেই সাম্প্রতিক কালে যেন বরুণ ধাওয়ান ছাড়া আর কারও কথা ভাবতেই পারছেন না নির্মাতারা। 'বাওয়াল' ছবিও তার ব্যতিক্রম নয়। টিজারে দেখা যাচ্ছে নায়িকা জাহ্নবী কাপুর অর্থাৎ দিশা দূরে চলে যাচ্ছেন বরুণকে ওরফে অজয়কে ছেড়ে। পাশাপাশি, এই টিজারে ছবির ক্যাপশন হিসেবে লেখা, 'বাওয়াল ছাড়া প্রেম পাওয়া সহজ নয়'।
'বাওয়াল'এর টিজার ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বরুণ এবং জাহ্নবী। এই টিজার দেখে প্রশংসায় ভরিয়েছেন নেটিজেনরা। বরুণ-জাহ্নবীর জুটি পর্দা কাঁপাতে চলেছে, মন্তব্য এক নেটিজেনের। পাশাপাশি, বরুণের চরিত্র দেখে 'অক্টোবর' বা 'বদলাপুর' ছবির কথাও মনে করিয়ে দিয়েছেন কেউ কেউ। জানা গেছে, বরুণের কেরিয়ারে এটিই সবচেয়ে বেশি বাজেটের ছবি হতে চলেছে।
প্রসঙ্গত, 'বাওয়াল' মুক্তি পাবে ২১ জুলাই। বড় পর্দার বদলে অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে 'বাওয়াল'। কয়েক দিন আগে এই ছবির প্রসঙ্গে পরিচালক নীতেশ জানিয়েছিলেন, ইউরোপের ৫টি দেশে বাওয়াল ছবির শ্যুটিং করা হয়েছে। জানা গেছে, 'বাওয়াল' ছবির প্রিমিয়ার হবে প্যারিসের আইফেল টাওয়ারে। প্রসঙ্গত, এটিই প্রথম ভারতীয় ছবি হতে চলেছে যেটি আইফেল টাওয়ারে মুক্তি পাবে।