শেষ আপডেট: 3rd April 2023 06:10
দ্য ওয়াল ব্যুরো: নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানের চাঁদের হাট বসেছিল মুম্বইতে। বলিউড তারকাদের পাশাপাশি একঝাঁক হলিউড অভিনেতাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। আমেরিকার সুপার মডেল গিগি হাদিদ (Gigi Hadid) ছিলেন তাঁদের মধ্যে অন্যতম। তবে গিগি হাদিদ এবং বরুণ ধাওয়ানের (Varun Dhawan) নজরকাড়া উপস্থাপনার পরেই ট্রোলের (trolled) সম্মুখীন হলেন বরুণ।
ফ্যাশন শো-র অনুষ্ঠানে গিগিকে কোলে তুলে নেন বরুণ এবং তাঁর গালে এঁকে দেন চুম্বন। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয় বিতর্ক। কেউ কেউ প্রশ্ন তোলেন যে চুম্বনের আগে হলিউড সুপারমডেলের কি অনুমতি নেওয়া হয়েছে? পাশাপাশি, অভিনেতার বিরুদ্ধে টুইটারে অভিযোগ আনা হয় যে তিনি বিন্দুমাত্র অনুমতির তোয়াক্কা না করেই ঘটিয়েছেন এমন ঘটনা।
https://twitter.com/Varun_dvn/status/1642400418448769024?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1642400418448769024%7Ctwgr%5Ef3713ae76afdd18e01db69fb665f49e09041921e%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.news18.com%2Fmovies%2Fvarun-dhawan-called-disgusting-for-kissing-gigi-hadid-without-consent-actor-strongly-reacts-7446403.html
এবার এই টুইটের বিরুদ্ধেই কড়া জবাব দিলেন অভিনেতা বরুণ ধাওয়ান। রবিবার সকালে একটি টুইটে ব্যঙ্গের সুরে বরুণ লেখেন, চুম্বনের এই বিষয়টি তাঁদের উপস্থাপনার পরিকল্পনার মধ্যেই ছিল। ফলে, অকারণেই বিষয়টিকে জটিল করা হচ্ছে।
তবে, অভিনেতাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন নেটিজেনরা। নিজের করা এই টুইটেও বরুণ বিশেষ সমর্থন পাননি নেটিজেনদের। বরং, হলিউড মডেলের কাছে তাঁর কাজের জন্য ক্ষমা চেয়ে নেওয়া উচিত এমনটাই মত অনেকের।