শেষ আপডেট: 27th January 2021 13:00
দ্য ওয়াল ব্যুরো: সদ্য জীবনের নতুন অধ্যায় শুরু করলেন বলিউডের 'চকলেট বয়' বরুণ ধাওয়ান। ছোটবেলার বান্ধবী নাতাশা দালালের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তিনি। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন শুধুই বরুণ-নাতাশার বিয়ের ছবি। তারকা থেকে সাধারণ ভক্তদের শুভেচ্ছায় ভরে যাচ্ছে নেটপাড়া। এর মধ্যেই বলিউডের আরও এক বিয়ের গুঞ্জন রটে গেল! অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর এবারে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। এর আগে নায়িকার প্রেম, বয়ফ্রেন্ডদের নিয়ে সেভাবে কোনও গুঞ্জন শোনা যায়নি। তবে বিয়ের ইঙ্গিত পাওয়া গেল বরুণ ধাওয়ানের বিয়ের পোস্টেই! বলাই বাহুল্য, কানাঘুষো শুনেই আনন্দে উৎফুল্ল শ্রদ্ধা-প্রেমীরা। বিয়ের পরদিন বরুণের দীর্ঘদিনের বন্ধু, বলিউডের নামকরা ফটোগ্রাফার রোহন শ্রেষ্ঠ ইনস্টাগ্রামে বরুণ-নাতাশাকে শুভেচ্ছা জানান। সেখানে তিনি লেখেন, "অনেক শুভেচ্ছা ভিডি (বরুণ ধাওয়ান) ও ন্যাটস (নাতাশা)। ভিডি তুমি সৌভাগ্যবান!" সেই পোস্টটি বরুণ নিজের স্টোরিতে শেয়ার করে লিখেছেন, "হ্যাঁ আমি সৌভাগ্যবান। তুমি প্রস্তুত তো!" বরুণের এই ক্যাপশন পড়েই ঢিঢি পড়ে গেছে চতুর্দিকে। কারণ! বি টাউনের অন্দরমহলে কান পাতলেই শোনা যাচ্ছে রোহন শ্রেষ্ঠর সঙ্গে শ্রদ্ধা কাপুরের সম্পর্ক অনেকদিনের। সোশ্যাল মিডিয়ায় খুল্লামখুল্লা না জানালেও, কখনও কখনও নিভৃতে তাঁদের সময় কাটাতে দেখা যায়। এদিকে শ্রদ্ধা তো একেবারেই মুখে কুলুপ এঁটে বসে আছেন। জানিয়েছেন সিনেমা ছাড়া তিনি নাকি আর অন্যকিছুতে মন দিতে পারছেন না। এদিকে শ্রদ্ধার বাবা শক্তি কাপুর জানিয়েছেন তাঁদের না জানিয়ে শ্রদ্ধা কোনও সিদ্ধান্ত একা একা নেবেন না। তবে শ্রদ্ধার পছন্দকে যে তাঁরা গুরুত্ব দেবেন সেকথাও জানিয়েছেন তিনি।