শেষ আপডেট: 24th April 2024 20:47
দ্য ওয়াল ব্যুরো: 'তেরা ধ্যয়ান কিধার হ্যায়, তেরা হিরো ইধর হ্যায়'! আর সেই 'হিরো' বলিউডের জনপ্রিয় তারকা বরুণ ধাওয়ান। আজ তাঁর জন্মদিন। বুধবার তাঁর জন্মদিনে একাধিক তারকা শুভেচ্ছা জানিয়েছেন। শ্রদ্ধা কাপুর, জ্যাকলিন ফার্নান্দেজ থেকে কার্তিক আরিয়ান, আয়ুষ্মান খুরানা সহ অনেকেই শুভেচ্ছা জানান বরুণকে।
এদিন পরিবারের সঙ্গে কাটানো জন্মদিনের কিছু মুহূর্ত ইনস্টাগ্রামে শেয়ার করেন বরুণ। ভক্তরা শুভেচ্ছায় ভরিয়ে দেন তাঁর কমেন্ট বক্স। একান্ত ব্যক্তিগতভাবে বরুণ তাঁর জন্মদিন কাটালেন।
View this post on Instagram
ছবিতে দেখা যায়, বাড়িতেই বরুণ পরিবারের সঙ্গে কেক কাটছেন। সঙ্গে ছিলেন মা, স্ত্রী ও তাঁর পোষ্য। কেক ও মোমবাতির আলোয় ঝলমল করছিল ডাইনিং টেবিল। ফুল দিয়ে সাজানো হয়েছিল ঘর। একটি ছবিতে বরুণের স্ত্রী নাতাশা ও ভাইজিকে পুজো দিতে দেখা গিয়েছে। বরুণ ছবির ক্যাপশনে লিখেছেন, 'বড় হচ্ছি, শিখছি, এখনও একই থাকার চেষ্টা করছি। সবাইকে ধন্যবাদ আমাকে শুভেচ্ছা জানানো আর ভালোবাসার জন্য'।
করণ জোহরের 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' দিয়ে বলিউডের জগতে পা রাখেন বরুণ ধাওয়ান। তারপর থেকে একাধিক হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি। আলিয়া ভাটের সঙ্গে তাঁর জুটিও জনপ্রিয় হয়। চলতি বছরের আগস্ট মাসে বড় পর্দায় আসতে চলেছে তাঁর নতুন ছবি 'স্ত্রী ২'।