শেষ আপডেট: 19th February 2025 16:01
দ্য ওয়াল ব্যুরো: উত্তম-সুচিত্রা— বাংলা সিনেমার সর্বকালের সেরা জুটি। তাঁদের রসায়ন আজও অমলিন। কখনও ‘হারানো সুর’-এর অলোক-রমার প্রেম, তো কখনও ‘সপ্তপদী’-তে কৃষেন্দু-রিনা ব্রাউনের রোমান্স— পর্দায় তাঁদের উপস্থিতি মানেই ছিল অনন্য এক জাদু। শুধু সিনেমা নয়, বাস্তব জীবনেও তাঁদের সম্পর্ক নিয়ে কম চর্চা হয়নি।
অনেকে বিশ্বাস করতেন, সুচিত্রা সত্যিই মন দিয়েছিলেন উত্তমকে। তবে সেই সম্পর্ক কখনও প্রকাশ্যে আনেননি মহানায়িকা। ১৯৭১ সালে মুক্তি পায় তাঁদের ছবি 'আলো আমার আলো'। এই ছবিতে সুচিত্রার অভিনয়ে এতটাই মুগ্ধ হয়েছিলেন উত্তম, যে সরাসরি ফোন করে প্রশংসা জানান। তবে শুধু প্রশংসা নয়, তিনি আরও একটি আবদার করেছিলেন— সিনেমার ফ্লোরের বাইরেও একবার একান্তে দেখা করতে চান সুচিত্রার সঙ্গে।
কিন্তু তখন সুচিত্রা বাংলা চলচ্চিত্রের ব্যস্ততম নায়িকা, হাতে একের পর এক ছবির কাজ। শুটিংয়ের ব্যস্ততায় সময় বের করতে পারেননি তিনি। শেষ পর্যন্ত, সেই সাক্ষাৎ আর হয়নি। এরপর কেটে যায় বছরগুলো। ১৯৮০ সালের ২৪ জুলাই এক আকস্মিক সংবাদে স্তব্ধ হয়ে যায় বাংলা চলচ্চিত্র দুনিয়া— মহানায়ক আর নেই!
খবর শুনেই ভেঙে পড়েছিলেন সুচিত্রা, কান্নায় ভেসেছিলেন। প্রথমে ঠিক করেছিলেন, শেষবারের মতো উত্তমকে দেখতে যাবেন না। কিন্তু ঘনিষ্ঠ সূত্রের খবর, সানগ্লাসের আড়ালে চোখ ঢেকে, জনতার ভিড় এড়িয়ে একঝলক দেখা দিয়ে গোপনে বিদায় জানিয়েছিলেন উত্তমকে। সেটাই ছিল কৃষেন্দু-রিনা ব্রাউনের শেষ দেখা। এর পরই ধীরে ধীরে অন্তরালে চলে যান মহানায়িকা সুচিত্রা সেন।