শেষ আপডেট: 1st June 2023 12:08
১৯০ কোটির বাড়ির মালকিন ঊর্বশী! অভিনেত্রীর নতুন ঠিকানা মুম্বই
দ্য ওয়াল ব্যুরো: ২০২৩ সালটা শুরু থেকেই কেরিয়ারের দিক থেকে বেশ ভালই কাটছে ঊর্বশী রাওতেলার। ঋষভ অধ্যায় পিছনে ফেলে এখন তিনি মনোযোগী নিজের কেরিয়ার আর সম্পত্তির (Urvashi Routela new house worth 190cr) গ্রাফ ঊর্ধ্বমুখী করার দিকেই।
চলতি বছরের কান উৎসবে নানা লুকে দেখা গিয়েছিল ঊর্বশীকে। এবার ১৯০ কোটি টাকা মূল্যের বিশাল বাংলোতে থাকা শুরু করলেন অভিনেত্রী। সেই বাংলোর দাম শুনে চোখ কপালে তুলছেন অনেকেই।
জানা গেছে, চার তলা এই বাংলোটি আগে ব্যবহার করতেন যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়া। চলতি বছরের শুরুর দিকে তিনি প্রয়াত হন। তারপরই এই সম্পত্তি বিক্রির সিদ্ধান্ত নেন চোপড়া পরিবার।
বিশাল এই বাংলোটিতে সবরকম আধুনিক সুযোগ সুবিধা রয়েছে। বাংলোর ভিতরে রয়েছে জিম। এছাড়াও একটি বিশাল সাজানো বাগান এবং যথেষ্ট লাগোয়া জমি রয়েছে বাংলোর চারপাশে। তবে এই বাংলোটি ভাড়া হিসেবে নিয়েছেন নাকি কিনেছেন ঊর্বশী তা স্পষ্ট নয়। একপ্রকার নীরবেই এই বাড়িতে থাকা শুরু করেন ঊর্বশী।
স্ত্রীর শখপূরণে দিনে ৭০ লক্ষ টাকা খরচ করেন এই স্বামী! কী এমন শখ তাঁর?