কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেট, ঝলমলে আলো আর ক্যামেরার ঝাঁপটায় চোখ ধাঁধানো তারকারা—এর মধ্যেই বারবার আলোচনায় উঠে আসছেন উর্বশী।
উর্বশী রৌতেলা
শেষ আপডেট: 23 May 2025 05:46
দ্য ওয়াল ব্যুরো: কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেট, ঝলমলে আলো আর ক্যামেরার ঝাঁপটায় চোখ ধাঁধানো তারকারা—এর মধ্যেই বারবার আলোচনায় উঠে আসছেন উর্বশী রৌতেলা। কিন্তু তাঁর জনপ্রিয়তা যতটা না পোশাকের জন্য, তার চেয়েও বেশি হচ্ছে ব্যতিক্রমী ফ্যাশন অ্যাকসেসরিজ, অদ্ভুত ব্যাগ আর কিছু ভাইরাল মুহূর্তের জন্য।
উৎসবের প্রথম দিনে উর্বশী যখন রেড কার্পেটে পা রাখেন, তখন তাঁর সবুজ তোতা-আকারের ব্যাগ চমকে দিয়েছিল নেটদুনিয়াকে। ডায়েট সব্যার পোস্ট জানায়, ব্যাগটির দাম প্রায় ৪.৬ লক্ষ টাকা! তবে এবারের চমক আরও বড়। তৃতীয়বার যখন তিনি রেড কার্পেটে হাজির হলেন, তখন তাঁর হাতে দেখা গেল এক ‘ব্রা-ডিজাইনড ব্যাগ’, যার সঙ্গে ঝুলছিল একটি নেকলেস—নেটিজেনরা একে বলছেন ‘ব্রা-নেকলেস ব্যাগ’।
তবে ফ্যাশনের বাইরে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রে, তা হল একটি ভাইরাল ভিডিও। তাতে দেখা যাচ্ছে, উর্বশী সিঁড়ির ধাপে দাঁড়িয়ে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন, আর পিছনে অপেক্ষা করে রয়েছেন বহু অতিথি। কেউ এগোতে পারছেন না, সবাই থমকে রয়েছেন তাঁর ফটোশুট শেষ হওয়ার অপেক্ষায়। এই ভিডিও শেয়ার করে ডায়েট সব্যা লিখেছে—‘এই প্রথম কেউ নন, যিনি রেড কার্পেট আটকে দিয়েছেন!’
ভিডিও দেখে অনেকেই মজার মন্তব্য করেছেন। কেউ বলেছেন, “উর্বশীর পিআর টিম খুবই শক্তিশালী। উনি নিজেরই গডফাদার।” আরেকজনের মতে, “উর্বশীর উপর ডাকু মহারাজের আশীর্বাদ আছে! কেউ থামাতে পারবে না!”
এদিকে রেড কার্পেটে উর্বশীর পোশাক ছিঁড়ে যাওয়ার ঘটনাও নতুন করে আলোচনায় এসেছে। অভিনেত্রীর দাবি, এক ৭০ বছর বয়সী বৃদ্ধাকে বাঁচাতে গিয়েই এই বিপত্তি। বৃদ্ধা নাকি আচমকাই তাঁর গাড়ির সামনে চলে আসেন, গাড়ি থামাতে গিয়ে লেগে যায় ধাক্কা—আর তাতেই ছিঁড়ে যায় উর্বশীর পোশাক।