৭৮তম কান ফিল্ম ফেস্টিভ্যালে অভিনেত্রী উর্বশী রৌতেলাকে দেখা গেল সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ ওরি (Orry)-র সঙ্গে।
উর্বশী রৌতেলা - ওরি
শেষ আপডেট: 21 May 2025 06:31
দ্য ওয়াল ব্যুরো: ৭৮তম কান ফিল্ম ফেস্টিভ্যালে অভিনেত্রী উর্বশী রৌতেলাকে দেখা গেল সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় মুখ ওরি (Orry)-র সঙ্গে। তার একটি মজাদার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যাচ্ছে, দু’জনেই বেশ মেতে উঠেছেন আনন্দে—ওরি নেচে চলেছেন ‘ডাবিডি ডিবিডি’-র তালে, আর উর্বশী তাঁর গাউন নিয়ে বিভিন্ন মুভ করতে ব্যস্ত।
মঙ্গলবার ওরি তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেন এই ভিডিওটি, যেখানে দেখা যায় তিনি বলছেন, “Guys, look who I found!”, আর ক্যামেরার ফ্রেমে দেখা যায় উর্বশীকে, একটি বিশালা কালো গাউনে। দু’জনের মধ্যে শুরু হয় হাসাহাসি। আচমকাই উর্বশী তাঁর গাউনটি ওরির উপর চাপিয়ে দেন। তারপরে টেনে ওরিকে ঢুকিয়ে নেন গাউনের মধ্যে। ওরির মুখ পর্যন্ত ঢাকা পড়ে যায়। কিছুক্ষণ পর সেই গাউনের ভেতর থেকে বেরিয়ে আসেন ওরি, আর উর্বশী হেসে গড়াগড়ি খান।
এরপরই ওরি শুরু করেন তাঁর মজার পারফরম্যান্স—উর্বশীর ছবি 'ডাকু মহারাজ'-এর গান 'ডাবিডি ডিবিডি' গাইতে গাইতে নেচে ওঠেন তিনি। প্রথমে একটু অবাক হলেও, পরে উর্বশীও থামতে পারেননি হাসি। ওরি-উর্বশীর এই ভিডিও দেখে প্রচুর কমেন্ট করেছেন নেটিজেনরা।
একজন মজা করে লিখেছেন, “তুমি কি তাহলে ওর গাউনের নিচ দিয়েই রেড কার্পেটে হেঁটেছিলে?”। আরেকজন রসিকতা করে মন্তব্য করেছেন, “এইসব করতে গিয়েই তো ওর ড্রেস ছিঁড়ে গিয়েছিল, এখন বুঝলাম!”। কেউ লিখেছেন, “ক্যাপশনটাই পুরো জিনিসটাকে আরও মজার করে তুলেছে”, আবার আরেকজন বলেছেন, “তোমাদের তো একে অপরকে বিয়ে করে ফেলা উচিত!”।
র আগেই কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে দ্বিতীয়বার হাঁটেন উর্বশী। এই কালো গাউনে ছিল ফুল স্লিভের শিফন স্লিভ, ক্রু নেকলাইন, প্লাঞ্জিং সুইটহার্ট নেক, করসেটেড বডিস, সিঞ্চড কোমর, প্লিটেড ভলিউমিনাস স্কার্ট। অন্যদিকে, ওরি সম্ভবত কান-এ এসেছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু এবং অভিনেত্রী জাহ্নবী কাপুরকে সাপোর্ট করতে, যাঁর ছবি 'Homebound' প্রদর্শিত হচ্ছে এই উৎসবে।