শেষ আপডেট: 25th September 2024 11:57
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে ফের বিবাহ বিচ্ছেদ। দীর্ঘ আট বছরের বৈবাহিক সম্পর্কে ইতি টানলেন অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকর। স্বামী মহসিন আখতার মীরের সঙ্গে আর থাকতে চান না। ভালোবেসে ভিনধর্মে বিয়ে করেছিলেন উর্মিলা। স্বামীর সঙ্গে বয়সে বছর দশেকের ফারাক সত্ত্বেও সুখেই কাটছিল সংসার। সূত্রের খবর, স্বামী মহসিন আখতার মীরের থেকে বিচ্ছেদ চেয়ে মামলা করেছেন অভিনেত্রী।
মুম্বই আদালতের সূত্র অনুযায়ী, প্রায় চার মাস আগেই বিবাহবিচ্ছেদের মামলা করেছেন ঊর্মিলা। তবে বিচ্ছেদের কারণ এখনও প্রকাশ্যে আসেনি। কারণ জানা না গেলেও, সূত্রের খবর, এই বিচ্ছেদ হয়তো আপসে সম্ভব হবে না। ফলে আইনি লড়াইয়ে জড়াতে চলেছেন ঊর্মিলা। ইতিমধ্যেই আদালতে ডিভোর্সের আবেদন করেছেন তিনি।
২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি ঘরোয়া অনুষ্ঠানে বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়ে সেরেছিলেন উর্মিলা ও মহসিন। গত কয়েক মাসে একের পর এক বিচ্ছেদের খবর উঠে এসেছে রুপোলি পর্দার দুনিয়ায়। এবার সেই তালিকায় নাম যুক্ত হতে চলেছে ঊর্মিলার।
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা। বড় পর্দায় একের পর এক হিট সিনেমা দিয়েছেন ‘রঙ্গিলা-গার্ল’। আলাদা করে বি-টাউনে তাঁর অবদানের কথা বলে দিতে হয় না। অন্যদিকে তাঁর স্বামী মহসিন কাশ্মীরি। পেশায় তিনি একজন ব্যবসায়ী এবং মডেল।
তাদের দেখা হয় বলিউডের খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার একটি শোতে। তারপরে হয় বন্ধুত্ব। সেই সেই আলাপ ধীরে ধীরে গড়ায় ছাদনাতলা পর্যন্ত। এবার সেই সম্পর্কেই ইতি টানতে চাইছেন ঊর্মিলা।