শেষ আপডেট: 22nd April 2023 02:46
পুলের ধারে বিকিনি গায়ে উষ্ণতা বাড়ালেন উরফি, ইদের দিনে এমন ছবি! চটে লাল নেটিজেনরা
দ্য ওয়াল ব্যুরো: নিজের লুক নিয়ে এমনিতেই এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন উরফি জাভেদ (urfi javed)। নিজেই নিজের জামা কাপড়ে কাঁচি চালান। নিজের মত পোশাক বানিয়ে পরে ক্যামেরার সামনে পোজ দেন। কখন যে কী বেশে সামনে আসবেন উরফি তা ঠাউর করা অসাধ্য ব্যাপার। এবার ইদের দিনে বিকিনি (bikini) পরে ছবি পোস্ট করায় আবারও ট্রোলের (trolled) শিকার হলেন উরফি।
ইদের দিন বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার একাধিক ছবি পোস্ট করেছেন উরফি ছবিতে দেখা যাচ্ছে, মাল্টি কালারের বিকিনি পরেছেন। সঙ্গে রোদচশমা। ইদের দিন এই ছবি দেখে চটেছেন নেটিজেনরা।
বিকিনি পরা ছবি দেখেই একজন লিখেছেন, 'ইদের দিন অন্তত একটু ভাল কাপড় পরতে পারতেন।' আরেকজন কমেন্ট করছেন,' অন্তত ইদের দিনটুকু তো পুরো জামাকাপড় পরতে পারতেন।' তবে এই মন্তব্যে দমে যাওয়ার পাত্রী নন উরফি।
সম্প্রতি নীরজ পান্ডের অফিস থেকে হুমকিমূলক কল পাওয়ার দাবি করেছিলেন উরফি। তাঁকে নাকি লাগাতার হুমকি দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। একটি ভিডিও শেয়ার করে উরফি লেখেন, 'আরেকটা দিন, আরেকটা হয়রানি। আমি সাধারণত অচেনা নম্বরের কলগুলি উপেক্ষা করি কিন্তু আমার গাড়ির নম্বর জানত ওরা। প্রথমে আমাকে মিটিং এর জন্য ডেকেছিল, আমি বুঝেছিলাম এটা ভুয়ো, তারপর থেকেই আমাকে হুমকি দেওয়া হচ্ছে।' তবে যত যাই হোক, সব বিদ্রুপ, হাসি, তীর্যক মন্তব্যের মুখে ছাই দিয়ে উরফি কিন্তু নিজের মত করেই জীবন বাঁচছেন।