
উরফির মাথা থেকে ছাদ সরে গেছে! মুম্বইয়ে ঘর পাচ্ছেন না অভিনেত্রী, দোষ কার
দ্য ওয়াল ব্যুরো: মাস খানেক আগে দুবাইয়ে গিয়ে বড় বিড়ম্বনায় পড়েছিলেন উরফি জাভেদ (Urfi Javed)। নিজের জামাকাপড়ের জন্য পুলিশি হেনস্থার শিকার হয়েছিলেন তিনি। আর এবার নিজের শহর মুম্বইতেও (Mumbai) বিপদের সম্মুখীন হলেন তিনি। জানা গেছে, ওই শহরে বসবাসের জন্য বাড়ি ভাড়া (apartment) পাচ্ছেন না তিনি। আর সেটারও মূলে সেই তাঁর পোশাক-পরিচ্ছদ।
উরফি নিজেই টুইট করে এই বিড়ম্বনার কথা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ার সেই পোস্টে ক্ষোভ উগরে অভিনেত্রী লেখেন, ‘‘মুসলিমরা আমায় বাড়ি ভাড়া দিচ্ছেন না। তার কারণ আমি যে ধরনের পোশাক পরি তা নাকি মুসলিম বিরোধী। তাই তাঁদেরও অপছন্দ এই পোশাক। অন্যদিকে হিন্দুরা আবার আমি মুসলিম বলে বাড়ি ভাড়া দিচ্ছেন না। মুম্বইতে একটা থাকার যোগ্য বাড়ি পাওয়া সত্যি দুষ্কর হয়ে পড়ছে।’’
এমনিতে উরফি নিজের দিকে প্রচারের আলো টেনে নেওয়ার জন্য ব্যবহার করেন তাঁর পোশাককে। সে সব পোশাক নিয়ে কম ঝামেলা পোহাতে হয় না অভিনেত্রীকে। তবে এবার যে সেই পোশাকের জন্যই এমন বিপদে পড়তে হতে পারে, তা হয়তো খোদ উরফিও ভাবেননি।
উরফির খোলামেলা পোশাক নিয়ে পুলিশে অভিযোগ বিজেপি নেত্রীর, থানায় ডাকা হল মডেলকে