শেষ আপডেট: 8th June 2023 13:59
দ্য ওয়াল ব্যুরো: কখনও তাঁর গায়ে নামমাত্র সুতো থাকে। আবার কখনও কুর্তি পরেও ক্যামেরার সামনে ধরা দেন তিনি। তবে এবার যে লুকে উরফিকে দেখা গেল, তাতে অবাক ফ্যাশনিস্তার অনুরাগী মহল। মাথার চুল থেকে একেবারে পায়ের গোড়ালি পর্যন্ত ঢাকা দিয়ে ক্যামেরার সামনে পোজ দিলেন তিনি। সেই সাজের ছবি-ভিডিও তুলে পোস্ট করলেন ইনস্টাগ্রামেও।
দেখা গেছে, আপাদমস্তক ঢাকা সেই পোশাকের সঙ্গে আবরণ রয়েছে মুখের উপরেও। দেখা যাচ্ছে শুধু চোখজোড়া আর ঠোঁটের অংশটুকু। এই পোশাক দেখে রীতিমত চক্ষু চড়ক গাছ নেটিজেনদের। কেউ কেউ বিশ্বাসই করতে পারছেন না যে এটা উরফি জাভেদ। যেখানে খোলামেলা পোশাক পড়ার কারণে বারবার বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী, সেখানে সর্বাঙ্গ ঢাকা পোশাকেও যে তিনি খবরের শিরোনামে উঠে আসবেন, তা হলফ করে বলা যায়।
ইনস্টায় সেই পোস্টের ক্যাপশনে উরফি লিখেছেন, 'মাস্ক অন'। এই লুক যে রাতারাতি ভাইরাল হয়ে যাবে, তা জানতেন উরফি নিজেও। আর সে কারণেই এমন লুকে সর্বসমক্ষে এসেছেন তিনি। এমনিতে উরফির নিত্যনতুন ফ্যাশন মানেই বিতর্ক, গসিপ, কটাক্ষ। যদিও এসব কিছুই কোনওদিন গায়ে মাখেননি অভিনেত্রী। তাঁর বক্তব্য, 'আমার যা ইচ্ছে তাই পরব। বাইরের কারও কথা শুনে নিজেকে বদলানোর প্রয়োজন নেই।'
উলট পুরাণ! উরফির ফ্যাশনে মুগ্ধ নেটিজেনরা, বললেন, এই প্রথম ফ্যাশনিস্তা লাগছে তাঁকে