শেষ আপডেট: 12th May 2023 10:45
দ্য ওয়াল ব্যুরো: এক কাপ গরম চায়ে চুমুক দিলে সমস্ত ক্লান্তি এক লহমায় ভুলে যাওয়া যায়। সাধারণ মানুষই হোক বা ফ্যাশন আইকন উরফি চায়ের ভক্ত সকলেই। সেই কারণেই বিচিত্র পোশাকের (drinks hot tea with net covered dress) জন্য যতই অসুবিধা হোক চা খাওয়া থামানো যাবে না, এমনই জানালেন উরফি (Urfi Javed drinks hot tea) তাঁর সাম্প্রতিকতম পোস্টে।
শুক্রবার সকালে, উরফি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে দেখা যাচ্ছে যে উরফির পরনে রয়েছে জাল লাগানো ব্যারিকেড ধরনের একটি পোশাক। ফ্যাশন আইকনের হাতে ধরা একটি ভর্তি চায়ের কাপ। সেই পোশাকের কারণে চা খেতে অসুবিধা হচ্ছে উরফির। তবে, দ্রুত সেই অসুবিধা কাটিয়ে পোশাকের পাশ দিয়েই মুখ বাড়িয়ে চায়ের কাপে চুমুক দেন উরফি।
প্রায় প্রতিদিনই পোশাকের কারণে খবরের শিরোনামে থাকেন উরফি। কখনও সেফটিপিন, কখনও চুইংগাম উরফির পোশাকের উপাদানের বৈচিত্র্য দেখে অবাক হন অনেকেই। পাশাপাশি, উরফির কাণ্ডকারখানা দেখে কটাক্ষ করতেও ছাড়েন না নেটিজেনরা। এই ছবিতেও একাধিক কটাক্ষ ধেয়ে এসেছে উরফির দিকে।
অনেকেই উরফিকে স্ট্র ব্যবহারের পরামর্শ দেন চা পানের জন্য। পাশাপাশি, 'হয়তো এই দিনের জন্যই স্ট্র আবিস্কার হয়েছিল', বলে মন্তব্য এক অনুরাগীর। তবে, কটাক্ষে পিছু হটবার ভাবনা ভাবেন না উরফি তা এতদিনে বুঝে গিয়েছেন সকলেই। সেই কারণেই কেউ কেউ বলছেন, মানুষ কটূক্তি করতে করতে ক্লান্ত হয়ে পড়বেন, তবু উরফি ক্লান্ত হবেন না নতুন ফ্যাশনের উপাদান খুঁজে বের করতে।
দীপিকার ঠোঁটে আচমকা চুমু রণবীরের! ইন্টারভিউয়ের মাঝে লজ্জায় লাল মস্তানি