শেষ আপডেট: 6th November 2024 14:32
দ্য ওয়াল ব্যুরো: আজকাল ওটিটি প্ল্যাটফর্মগুলিতে স্পাই অ্যাকশন সিরিজ ট্রেন্ডে রয়েছে। স্পাই থ্রিলার ঘরানার একের পর এক সিরিজ মানুষের মন জয় করছে। একটা সিজনেই থেমে নেই। টান টান উত্তেজনাকে বজায় রেখে একের পর এক সিজন আসছে। এবার হানি বানি ওয়েব সিরিজটি ওটিটি প্ল্যাটফর্মে আসার জন্য প্রস্তুত। চলতি বছর নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, ডিজনি+হটস্টার এবং জিওসিনেমার মতো জনপ্রিয় স্ট্রিমিং পরিষেবাগুলিতে মুক্তি পেতে চলেছে আরও অনেক জনপ্রিয় স্পাই থ্রিলার। দেখে নেওয়া যাক সেই তালিকা।
সিটাডেল: হানি বানি ছাড়াও, দ্য ফ্যামিলি ম্যান সিজন ৩-এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে দর্শকরা। সেই সঙ্গে মুক্তি পেতে চলেছে আরও কিছু সাসপেন্স ও অ্যাকশন থ্রিলার।
সিটাডেল: হানি বানি হাই-অকটেন স্পাই থ্রিলার। জনপ্রিয় আমেরিকান সিরিজ সিটাডেলের ভারতীয় স্পিন-অফের জন্য প্রস্তুত হতে হচ্ছে। শীঘ্রই তা অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখতে পাওয়া যাবে। গোটা সিরিজটিতে রয়েছে দুর্দান্ত অ্যাকশন, সাসপেন্স এবং রোমাঞ্চকর গল্প। চলতি বছরের ৭ নভেম্বর অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিং হতে চলেছে।
'দ্য ফ্যামিলি ম্যান' সিরিজের সিজন ৩-এর অপেক্ষায় দিন গুনছেন বহু দর্শক। এই সিরিজের অন্যতম মুখ্য চরিত্র 'শ্রীকান্ত তিওয়ারি' দর্শকদের মনে মণিকোঠায় জায়গা করে নিয়েছে তা বলাই বাহুল্য। মনোজ বাজপেয়ী অভিনীত এই চরিত্র অনেকেরই খুব পছন্দের। তাই দর্শকদের প্রত্যাশা পূরণ করতে আবারও চেনা অবতারে ফিরছেন মনোজ বাজপেয়ী। সিরিজটি চলতি বছরেই অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেতে চলেছে।
জন লি ক্যারের লেখা উপন্যাস অবলম্বনে তৈরি ‘দ্য নাইট ম্যানেজার’ সিরিজ়ের চিত্রনাট্য। সেই ব্রিটিশ সিরিজ়ের উপর গল্প থেকেই ভারতীয় সংস্করণের অবতারণা। ব্রিটিশ সিরিজ় থেকে গল্প হুবহু টুকে দিলেও বেশ জনপ্রিয়তা পেয়েছে ভারতীয় সিরিজ়। আদ্যিত্য রয় কাপুরের চরিত্র নজর কেড়েছে দর্শকদের। এবার তারই তৃতীয় পর্ব আসতে চলেছে ডিজনি প্লাস হটস্টারে। তারিখ এখনও ঘোষণা করা হয়নি। তবে অনুমান, চলতি বছরেই মুক্তি পাবে।
২০২৩-এর ১০ফেব্রুয়ারিতে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল ‘ফরজি’ ওয়েব সিরিজ। রাজ এবং ডিকের পরিচালনায় এই ওয়েব সিরিজে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল শাহিদ কাপুরকে। তাঁর অভিনীত ‘আর্টিস্ট’ চরিত্রটিকে দারুণ পছন্দ করেছিলেন দর্শক। ফরজি-র হাত ধরেই ওটিটি ও বলিউডের দুনিয়ায় অভিষেক দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতির। এবার এর দ্বিতীয় পর্ব আসতে চলেছে খুব শীঘ্রই। মুক্তির তারিখ এখনই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।