শেষ আপডেট: 17th July 2023 12:12
দ্য ওয়াল ব্যুরো: ইউটিউবে ভিডিও বানিয়ে শেয়ার মার্কেটের হালহকিকৎ সম্পর্কে লোকজনকে জানাতেন উত্তরপ্রদেশের যুবক (up youtuber house income tax raid)। শেষ পর্যন্ত তাঁর নিজের ঘরেই হানা দিল আয়কর দফতর। প্রায় ২৪ লাখ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে ওই ইউটিউবারের বাড়ি থেকে।
সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় ইউটিউবার তাস্লিম ইউটিউবে ট্রেডিং হাব ৩.০ নামে একটি চ্যানেল চালান। এই চ্যানেল থেকে তিনি দীর্ঘদিন ধরে ভিডিও বানিয়ে রোজগার করেছিলেন প্রায় এক কোটি টাকা।
তবে আয়কর দফতরের অভিযোগ অস্বীকার করে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় এই তারকার দাবি তিনি সময় মতোই কর জমা দিয়েছেন। তবু তাঁকে হেনস্থার উদ্দেশ্যেই আয়কর দফতর হানা দিয়েছে তাঁর বাড়িতে। ইউটিউবারের দাবি তিনি আয়ের অনুপাতে মোট ৪ লাখ টাকা আয়কর জমা দিয়েছেন।
প্রসঙ্গত, তাস্লিমের আয় সংক্রান্ত বিষয়গুলি দেখাশোনা করেন তাঁর ভাই ফিরোজ। তাঁর কথায় আয় সংক্রান্ত কোনওরকম কারচুপি করা হয়নি। স্বচ্ছতার সঙ্গেই নিজের চ্যানেল থেকে রোজগার করেন তাঁর ভাই। পাশাপাশি, জনপ্রিয় এই ইউটিউবারের মা-র মতে ছেলের বিরুদ্ধে চক্রান্ত করে তাঁকে ফাঁসানো হয়েছে।
২১ বছরের ইউটিউবারের মৃত্যু দুর্ঘটনায়! 'দিল সে বুরা লাগতা হ্যায়', সোশ্যাল মিডিয়া ভরেছে শোকে