শেষ আপডেট: 14th January 2023 11:44
দ্য ওয়াল ব্যুরো: বিগবস (ওটিটি) খ্যাত মডেল উরফি জাভেদের (Uorfi Javed) পোশাক নিয়ে থানায় অভিযোগ করেছিলেন মহারাষ্ট্রের বিজেপি (BJP) নেত্রী চিত্রা ওয়াঘ। তার ভিত্তিতে শনিবার উরফিকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করল পুলিশ।
শনিবার উরফি যান আম্বোলি থানায়। প্রায় ৪০ মিনিট ধরে এই মডেলের বয়ান রেকর্ড করে পুলিশ। যদিও এখনও পুলিশের এফআইআরের কথা জানানো হয়নি।
চিত্রা ওয়াঘ মহারাষ্ট্র বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী। তাঁর অভিযোগ, উরফি জাভেদ যে ধরনের পোশাক পরে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় দেন তা অপরাধ। ভারতীয় সমাজ এই ধরনের সংস্কৃতিকে মান্যতা দেয় না। অন্যদের মধ্যেও তাঁর পোশাক কুপ্রভাব ফেলছে। যা সমাজের জন্য বিপজ্জনক। পুলিশ ব্যবস্থা গ্রহণ করে উরফিকে সংযত করুক।
যদিও এভাবে কারও পোশাক নিয়ে থানায় অভিযোগ জানানো যায় কিনা তা নিয়েই প্রশ্ন তুলেছেন অনেকে।
এমনিতে সোশ্যাল মিডিয়ায় উরফির পোশাক এক্সপেরিমেন্ট নিয়ে নানান ধরনের আলোচনা আছে। কেউ বলেন, উরফি শুধু মাত্র ফুটেজ পাওয়ার জন্যই এই জিনিস করেন। কারও মতে, উরফি যা করেন তার মধ্যে সাহসিকতা আছে। সমস্ত বিতর্কের ঊর্ধ্বে একটা বিষয় সত্যি তা হল, উরফির ভিডিওতে হইহই করে ভিউ হয়।
এর আগে গোয়ার বিচে পোশাকহীন অবস্থায় শ্যুটিং করার সময়ে আটক করা হয়েছিল মডেল তথা অভিনেত্রী পুণম পাণ্ডেকে। এবার থানায় অভিযোগ দায়ের হল উরফি জাভেদের বিরুদ্ধে।