শেষ আপডেট: 13th March 2025 16:14
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে তখন সবে পা রেখেছেন মাধুরী দীক্ষিত। সাফল্যের সিঁড়িতে ওঠার স্বপ্ন চোখে, বড় সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি। ঠিক সেই সময়ই খবর আসে, সুপারস্টার বিনোদ খান্নার সঙ্গে জুটি বাঁধার প্রস্তাব এসেছে তাঁর কাছে। উত্তেজনা ও আনন্দে সেকেন্ড না ভেবেই ছবিতে সই করেন মাধুরী। তবে সেই সিদ্ধান্ত যে তাঁর জীবনের এক অস্বস্তিকর অভিজ্ঞতায় পরিণত হবে, তা কখনও ভাবেননি তিনি।
ছবির নাম ছিল ‘দয়াবান’। এই ছবির বিখ্যাত গান ‘আজ ফির তুমপে প্যায়ার আয়া হ্যায়’-এর শুটিং চলাকালীনই ঘটে সেই ঘটনা। অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের কথা জানতেন মাধুরী, কিন্তু দৃশ্যটি যে এতটাই বাস্তব হয়ে উঠবে, তা তাঁর কল্পনারও বাইরে ছিল। বিনোদ খান্নার মতো অভিজ্ঞ অভিনেতার সঙ্গে কাজের সুযোগ পেয়ে মাধুরী কিছুটা সঙ্কোচ দূর করতে চেয়েছিলেন, কিন্তু শুটিংয়ের সময় পরিস্থিতি তাঁর জন্য বেশ অস্বস্তিকর হয়ে ওঠে।
গানের দৃশ্যে ছিল, বাথরুম থেকে ভেজা অবস্থায় বেরিয়ে আসছেন মাধুরী। বৃষ্টিভেজা ঘরে তৈরি হয় রোম্যান্টিক আবহ। সেই আবহেই মাধুরীর ঠোঁটে গভীর চুম্বন করেন বিনোদ খান্না। কিন্তু সেই চুম্বন এতটাই গভীর ছিল যে, মাধুরীর ঠোঁট কেটে যায় এবং রক্ত ঝরতে শুরু করে। পরিচালক ‘কাট’ বললেও বিনোদ খান্না থামেননি, আর সেই মুহূর্তেই অপমানিত ও হতবাক বোধ করেন মাধুরী। শুটিং ফ্লোরেই কান্নায় ভেঙে পড়েন তিনি।
এই ঘটনা তৎকালীন বিনোদন জগতে আলোড়ন ফেলে দিয়েছিল। গসিপ ম্যাগাজিনে বিষয়টি নিয়ে বিস্তর লেখালেখি হয়। যদিও পরে মাধুরী দীক্ষিত বলিউডে নিজের জায়গা পাকা করেন এবং একের পর এক সফল ছবি উপহার দেন, কিন্তু ‘দয়াবান’-এর সেই শুটিংয়ের অভিজ্ঞতা আজও তাঁর স্মৃতিতে অস্বস্তিকর দাগ রেখে গেছে।