শেষ আপডেট: 2nd November 2024 17:35
দ্য ওয়াল ব্যুরো: ৩০ বছরের বেশি সময় ধরে বলিউড তথা ভারতীয় সিনেমায় রাজত্ব করছেন শাহরুখ খান। শনিবার তাঁর ৫৯ তম জন্মদিন। এত বছরে তাঁর একাধিক সিনেমা নিয়ে চর্চা হয়েছে। মানুষের মনে গেঁথে আছে তাঁর অভিনীত বহু চরিত্র। কেউ তাঁকে রাজ বলে চেনে, কেউ কবীর খান, কেউ আবার অমন তো কেউ বিক্রম রাথৌর। 'দিওয়ানা' থেকে রুপোলি পর্দার যে জার্নি শাহরুখ শুরু করেছিলেন তা আপাতত 'ডাঙ্কি'তে এসে বিরতি নিয়েছে।
এত সিনেমার মধ্যে অবশ্য এমনও কিছু নাম রয়েছে যা শাহরুখের অতি বড় ভক্তেরও অজানা। খুব কম লোক জানেন বা অনেকেই জানেন না, বলিউড বাদশার এমনই কিছু ছবির তালিকা দেওয়া হল।
ইন উইচ অ্যানি গিভস ইট দোজ ওয়ানস (১৯৮৯)
প্রদীপ কৃষ্ণণ পরিচালিত এই ছবির স্ক্রিনপ্লে লিখেছিলেন বিখ্যাত লেখিকা অরুদ্ধতী রায়। এই ছবিতে অল্প সময়ের জন্য হলেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান। এক কলেজ ছাত্রের রোলে দেখা গেছিল তাঁকে।
ইডিয়ট (১৯৯২)
মণি কৌলের পরিচালনায় এই ছবিতে পরব রাজগুরু চরিত্রে অভিনয় করেছিলেন বাদশা। এই ছবির নাম আহাম্মক বলেও চেনেন অনেকে। দূরদর্শনের জন্য সিরিজ হিসেবে বানানো হয়েছিল এই ছবি। পরে তা বড় পর্দায় রিলিজ করা হয়।
মায়া মেমসাহব (১৯৯৩)
শাহরুখের কেরিয়ারের সবথেকে বিতর্কিত সিনেমা এটিই। কেতন মেহতা পরিচালিত এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন দীপা সাহি। দুজনকে বেশকিছু সাহসী দৃশ্যে অভিনয় করতে দেখা গেছিল এই সিনেমায়। বর্তমানে কোনও ওটিটি প্ল্যাটফর্মে এই ছবি পাওয়া যায় না।
ওহ ডার্লিং! ইয়ে হ্যায় ইন্ডিয়া (১৯৯৫)
আবার দীপা সাহি এবং শাহরুখকে একসঙ্গে নিয়ে আসেন কেতন মেহতা। এবার এই ছবিতে সঙ্গে ছিলেন জাভেদ জাফরি, অনুপম খের, কাদের খানরা। কিন্তু বক্স অফিস সাফল্য পায়নি এই ছবি। কয়েক মাসের মধ্যেই সিনেপ্রেমীদের মন থেকে মুছে যায় ছবির নাম।
জামানা দিওয়ানা (১৯৯৫)
শাহরুখ-রবিনা ট্যান্ডন জুটির এই সিনেমা খুব বেশি মন মাতাতে পারেনি দর্শকদের। ছবিতে এই দুজন ছাড়াও জিতেন্দ্র, শত্রুঘ্ন, অনুপম খেরের মতো অভিনেতা ছিলেন। তাও কোনও ভাবেই সিনেপ্রেমীদের মতে দাগ কাটতে পারেনি।
চাহাত (১৯৯৬)
এখনকার প্রজন্মের হয়তো অনেকেই বিশ্বাস করবে না যে এঁরা একসঙ্গে সিনেমা করেছেন। তবে পূজা ভাট এবং শাহরুখ খান জুটির সিনেমা রয়েছে! গান কিছুটা বিখ্যাত হলেও এই ছবি কেউই মনে রাখেননি।
ইয়ে লমহে জুদাই কে (২০০৪)
১৯৯৪ সালে এই ছবির শ্যুটিং শেষ হয়ে গেছিল। কিন্তু একাধিক জটিলতা থাকায় তা রিলিজ করা যায়নি। তবে ২০০৪ সালে বড় পর্দায় আসে শাহরুখ-রবিনা অভিনীত এই ছবি। যদিও তাতে বিশেষ লাভ হয়নি। বক্স অফিসে ছবি তো ব্যর্থ হয়ই, জুটি হিসেবেও আর দেখা যায়নি শাহরুখ-রবিনাকে।