শেষ আপডেট: 24 February 2024 06:00
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি বিরাট কোহলি ও অনুষ্কার ছেলে লন্ডনে একটি হাসপাতালে জন্মায়। ছেলের নাম দেয় 'অকায়'। এরকম অদ্ভুত নাম শুনে একটু অবাকই নেটিজেনরা।
এই অকায় নামের অর্থ দু’রকম হতে পারে। এই নাম এসেছে তুরস্ক থেকে, তুর্কি নামের অর্থ পূর্ণিমার চাঁদের আলো। আর বাংলা অভিধান দেখলে দেখা যাবে অকায় নামের মানে বিমূর্ত বা ঈশ্বর। তিনিও সর্বশক্তিমান।
অনেকে সেলেব সন্তানদের এরকম ইউনিক নাম আছে। যেগুলো সাধারণত শোনা যায় না। রইল সেই তালিকা।