শেষ আপডেট: 19th February 2024 14:34
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি মুক্তি পেল শাহিদ কাপুর অভিনীত ‘তেরি বাতো মে কায়সা উলঝা জিয়া’। ৪২ বছরের এই অভিনেতা এত বছরে বহু ছবিতে অভিনয় করেছেন। তবে ‘কবীর সিং’ ওঁর কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। নতুন ছবিটিতে কৃতি শ্যাননের বিপরীতে দেখা যায় শাহিদকে। তাঁর বাড়িতে কী কী দামী জিনিস আছে জানেন?
ওরলিতে ৫০ কোটির বাড়ির মালিক অভিনেতা।
যেখানে মাঝেমধ্যেই মিরা ও দুই ছেলেমেয়েকে নিয়ে সময় কাটান অভিনেতা।
প্রায় চার হাজার স্কয়্যার ফিটের বাড়ি কিনেছিলেন অভিনেতা।
মুম্বইয়ের জুহুর সামনের এই বাড়িতে থাকতেন ওঁরা।
২০২৩-এ নিজের অনেকগুলো গাড়ির কালেকশনে যোগ হয় আরেকটি মারসিডিজ। দাম প্রায় ৩ কোটির কাছে।
বিএমডাব্লু থেকে ডুকাটি, এরকম অনেক দামী বাইকেরও কালেকশন পাওয়া যাবে শাহিদের গ্যারেজে।