শেষ আপডেট: 7th January 2025 17:18
দ্য ওয়াল ব্যুরো: ঘড়ির কাঁটায় তখন মধ্যরাত। আচমকাই আগুন লেগে যায় মুম্বইয়ের শাস্ত্রীনগরের 'স্কাইপ্যান অ্যাপার্টমেন্টে'। মুম্বইয়ের আন্ধেরি ওয়েস্টে অবস্থিত ওই কমপ্লেক্সেই পরিবারসহ থাকেন গায়ক উদিত নারায়ণ।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, আচমকাই কমপ্লেক্সের ১১ তলা থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান সকলেই। ওই কমপ্লেক্সের ১১ তলাতেই থাকতেন উদিতের প্রতিবেশী রাহুল মিশ্র। ঘটনায় প্রয়াত হয়েছেন তিনি।
খবর, রাহুলবাবু মোমবাতি ধরাতে গিয়েই ঘটেছে দুর্ঘটনা। প্রথমে পর্দা, সেখান থেকে গোটা ফ্ল্যাটেই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন। সাহায্যের জন্য চিৎকার করতে থাকেন তিনি। কোনওরকমে উদ্ধার করে তাঁকে নিকটবর্তী কোকিলাবেন হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। হাসপাতাল সূত্রে খবর বিষাক্ত ধোঁয়ায় দম আটকে মৃত্যু হয়েছে তাঁর। বয়স হয়েছিল ৭৫ বছর। রাহুলবাবুর বাড়িতে বেড়াতে আসা এক আত্মীয়ও গুরুতর জখম হয়ে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি।
তবে ভাল খবর, সুস্থ আছেন উদিত ও তাঁর পরিবার। দমকলের দ্রুত উপস্থিতির কারণে খুব শীঘ্রই আগুন নেভানো সম্ভব হয়। গোটা এলাকাও বিদ্যুৎবিচ্ছিন্ন করে দেওয়া হয়। যদিও এখন পরিস্থিতি স্বাভাবিক।