শেষ আপডেট: 24th February 2025 18:13
দ্য ওয়াল ব্যুরো: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না উদিত নারায়ণের (Udit Narayan)। কিছু দিন আগেই চুমু বিতর্কে জড়িয়ে পড়েন। এবার তাঁর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হলেন প্রথম স্ত্রী রঞ্জনা ঝা।
তাঁর অভিযোগ সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে তাঁকে। এই অভিযোগের ভিত্তিতে গত ২১ ফেব্রুয়ারি বিহারের সুপৌল পারিবারিক আদালতে হাজিরাও দিতে হয় গায়ককে। তবু পরিস্থিতি উত্তপ্ত। পাল্টা স্ত্রীর বিরুদ্ধেও টাকা হাতানোর অভিযোগ এনেছেন উদিত।
রঞ্জনাকে লুকিয়েই বিয়ে করেন উদিত। তবে সংসার সেভাবে করা হয়নি তাঁদের। উদিত মুম্বই চলে আসেন। দ্বিতীয় সংসার শুরু করেন। যদিও সবটাই গোপনে। কিছু বছর আগে আচমকাই উদিত গিয়েছিলেন বিহার। সেখানেই সদলবলে হাজির হন তাঁর প্রথম স্ত্রী।
প্রথম দিকে রঞ্জনা যে তাঁর প্রথম স্ত্রী সে কথা মানতে চাননি উদিত। পরে যদিও চাপের মুখে তা স্বীকার করে নেন। এর পর থেকে আদালতের নির্দেশিকা মেনে প্রতি মাসে স্ত্রীকে খোরপোশ দিতেন রঞ্জনা। আগে প্রতি মাসে রঞ্জনাকে ১৫ হাজার টাকা করে দিতেন উদিত। ২০২১ সালে সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় ২৫ হাজার টাকা। দিয়েছিলেন ২৫ লক্ষ টাকা ও এক চাষের জমিও।
তবে বর্তমানে রঞ্জনার দাবি, উদিতের সঙ্গে থাকতে চান তিনি। শেষবয়সে পেতে চান স্বামীর সাহচর্য। রঞ্জনার অভিযোগ, মুম্বই গেলেও তাঁর পিছএন গুন্ডা লেলিয়ে দেওয়া হয়। পাল্টা টাকা হাতানোর অভিযোগ উদিতেরও। সব মিলিয়ে উত্তপ্ত পরিস্থিতি। জল কোনদিকে গড়ায় এখন সেটাই দেখার।