শেষ আপডেট: 18th February 2025 17:50
দ্য ওয়াল ব্যুরো: সময়টা বিশেষ ভাল যাচ্ছে না গায়ক উদিত নারায়ণের। বয়স ৬০ পেরিয়েছে। আর এই বয়সে এসে নতুন এক ঝামেলায় জড়িয়েছেন তিনি। দিন কয়েক আগে এক অনুরাগিণীকে জড়িয়ে তাঁর লিপকিসের ভিডিও এখনও ভাইরাল। এবার সেই উদিতকে দেখেই উড়ে এল টিটকিরি! কী করলেন গায়ক?
সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন উদিত নারায়ণ। আর সেই অনুষ্ঠানে ঢোকার আগে তাকে ঘিরে ধরে ছবি শিকারিদের দল। উদিত বেরিয়েই যাচ্ছিলেন, এমন সময়েই উড়ে আসে মন্তব্য। ছবি শিকারিদের মধ্যে থেকেই কে যেন বলে ওঠেন, "ওহ দাদা একটা কিস, স্যর প্লিজ কিস হো যায়ে"। খানিক যেন অপ্রস্তুত হয়ে পড়েন উদিত।
তবে পরমুহূর্তেই নিজেকে সামলে নিয়ে চুমু না দিয়েই খানিক হেসে সেই জায়গা থেকে বেরিয়ে যান তিনি। যা দেখে উদিত ভক্তদের মন্তব্য, "নিজেই নিজেকে ছোট করেছেন। কী দরকার ছিল এই সব চুমু খাওয়ার।"
কী ঘটেছিল সেদিন? উদিতের কনসার্ট চলছিল। আচমকাই এক মহিলা তাঁর গালে চুমু খাওয়ার জন্য উদ্যত হন। উদিত যদিও গালের বদলে বাড়িয়ে দেন ঠোঁট। সেই ভিডিয়ো ভাইরাল হতেও বেশি সময় লাগেনি। উদিত যদিও সাফাইও দেন কৃতকর্মের। তিনি বলেন, "ভক্তরা এতটাই পাগল যে কী বলব। আমি কিন্তু এমনিতে এমনটা নই। খুবই ভদ্র। কিছু মানুষ এই ভাবেই তাদের ভালবাসা জাহির করে। এত ভিড়। তার মধ্যে দেহরক্ষীরাও থাকে। কিন্তু ওই যে ভক্তরা মনে করেন দেখার সুযোগ মিলছে কাছ থেকে যাই একটু হ্যান্ডশেক করে আসি, যাই একটু হাতে চুমু খেয়ে আসি। ওই নিয়ে এত মাতামাতি করার কিছু নেই।" কিন্তু মাতামাতি হচ্ছেই, হচ্ছে বিদ্রূপও।