শেষ আপডেট: 3rd February 2025 17:02
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি চুমু-বিতর্কের মুখে পড়েছেন বলিউডের জনপ্রিয় গায়ক উদিত নারায়ণ। একটি ভিডিওয় দেখা গেছে, মঞ্চের নীচে ছবি তুলতে আসা এক মহিলা ভক্তকে গান গাইতে গাইতেই জোর করে চুমু খাচ্ছেন উদিত নারায়ণ। কনসার্টের এই ভিডিও ভাইরাল হওয়ার পরে ছিছিক্কার পড়ে গেছে সোশ্যাল মিডিয়া থেকে সংবাদমাধ্যমে। তাতে অবশ্য উদিতের কিছু যায় আসে না। ৬৯ বছর বয়সি গায়ক স্পষ্ট জানিয়েছেন, তিনি এ নিয়ে মোটেও অনুতপ্ত নন। পাশাপাশি, তিনি ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘ভারতরত্ন’ পাওয়ার ইচ্ছাও প্রকাশ করেছেন, ঠিক যেমন পেয়েছিলেন তার আদর্শ লতা মঙ্গেশকর।
বলিউডের বহু জনপ্রিয় গানের কণ্ঠশিল্পী উদিত নারায়ণ। পেয়েছেন বহু পুরস্কার। তবে তিনি জানিয়েছেন, লতা মঙ্গেশকর ছিলেন তার আদর্শ এবং তিনি আশা করেন একদিন তিনিও ভারতের সর্বোচ্চ সম্মান ‘ভারত রত্ন’ পাবেন।
তিনি বলেন, 'আমি ইতিমধ্যেই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, জাতীয় পুরস্কার, পদ্মশ্রী ও পদ্মভূষণ পেয়েছি। তবে আমি লতাজির মতো ভারতরত্ন পেতে চাই। জানেন কি, আমি লতাজির প্রিয় সহশিল্পী ছিলাম!'
কনসার্টের ভাইরাল ভিডিও নিয়ে বিতর্কের প্রসঙ্গে উদিত নারায়ণ বলেন, 'আমার আর আমার ভক্তদের মধ্যে এক গভীর ও পবিত্র সম্পর্ক আছে। এই সম্পর্ক ভাঙার নয়। যাঁরা ভিডিওটি বিতর্কিত বলে দাবি করছেন, তাঁরা ভুল করছেন। আমার ভক্তরা আমায় ভালবাসে, আমি তাদের আরও বেশি ভালবাসি।'
তিনি আরও বলেন, 'এতে লজ্জার কিছু নেই, বরং এটা এক নিঃস্বার্থ ভালবাসার বহিঃপ্রকাশ। আমার হৃদয় সম্পূর্ণ স্বচ্ছ। যাঁরা এই ভালবাসার মধ্যে কদর্যতা খুঁজে পাচ্ছেন, আমি তাঁদের জন্য দুঃখিত।'
কনসার্টে ঘটে যাওয়া ঘটনার জন্য তিনি একেবারেই অনুতপ্ত নন বলেও স্পষ্ট জানিয়েছেন। বলেছেন. 'আমি কেন লজ্জিত হব? আমার গলায় কি কোনও অনুশোচনার ছাপ পাচ্ছেন? আমি তো হাসছি! এটা কোনও গোপন বা কুরুচিপূর্ণ ঘটনা নয়, বরং প্রকাশ্যে ঘটেছে।'
দেখুন সেই ভিডিও।
WTF! what is Udit Narayan doing ???? pic.twitter.com/Rw0azu72uY
— Abhishek (@vicharabhio) January 31, 2025
উদিত নারায়ণের এই বিতর্কিত ভিডিও ভাইরাল হওয়ার পরে, আরও কিছু পুরনো ভিডিও সামনে এসেছে, যেখানে দেখা যায়, উদিত নারায়ণ শ্রেয়া ঘোষাল ও অলকা ইয়াগনিকের মতো শিল্পীদেরও মঞ্চে চুম্বন করেছেন, বেশ জোর করেই।
তবে প্রতিবাদ বা সমালোচনা যতই হোক, উদিত নারায়ণ নিজের বক্তব্যে অনড়। তিনি বলেন, 'ভক্তরা অনেক সময় উচ্ছ্বাসে এমন আচরণ করে। আমি কিন্তু এমন নই, আমি একজন ভদ্রলোক। অনেক সময় ভক্তরা ভালবাসার বহিঃপ্রকাশ হিসেবে এমনটা করে ফেলে। কেউ হাত ধরে টানে, কেউ হাতো চুমু খায়। এসব বিষয়কে এত গুরুত্ব দেওয়ার কিছু নেই।'