
পাঁচিল টপকে একেবারে বাড়ির অন্দরমহলে! স্বপ্ন ‘পাঠান’ তারকাকে দেখার
দ্য ওয়াল ব্যুরো: বলিউড কিং-এর ‘মন্নত’ (Mannat) দেখার স্বপ্ন চোখে নিয়ে হাজারো মানুষ রোজ পাড়ি দিচ্ছে স্বপ্নের শহর মুম্বইয়ে। তবে সেই সফর সকলের সমান ভাবে শেষ হয় না। যেমন গুজরাত থেকে আসা বছর ২০-২২ এর দুই যুবককে মুম্বই পুলিশ গ্রেফতার করে কিং খানের বাড়িতে জোর করে ঢোকার চেষ্টার অপরাধে।
মুম্বই পুলিশ জানান, বৃহস্পতিবার ওই দুই অভিযুক্ত মন্নতের বাইরের পাঁচিল টপকে ভিতরে যাওয়ার চেষ্টা করলে (breaking into) সিকিউরিটি গার্ডের হাতে ধরা পড়ে।
অভিযুক্ত দুই যুবক জানান, গুজরাত থেকে এসেছে। তাঁরা পাঠানের সাথে দেখা করতে চান। কিন্তু চাইলেই কি আর সব পাওয়া যায়? অনধিকারপ্রবেশের জন্য তাঁদের গ্রেফতার (arrested) করে মুম্বই পুলিশ।
অন্যদিকে পাঠান তারকা আপাতত তাঁর বক্স অফিসের সাফল্য উপভোগ করছেন। শোনা যাচ্ছে, কিং খান তাঁর পরবর্তী দুটি ছবি ‘জওয়ান’ এবং ‘দুনকীর’ প্রস্তুতি নিয়েও বেশ ব্যস্ত।
মোদীর বিরুদ্ধে লন্ডনে সরব রাহুল, ‘রাজনীতি করা কঠিন হয়ে পড়েছে’