সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি যৌথ পোস্টে তাঁরা লেখেন, "ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমরা এখন থেকে জুটি হিসেবে আলাদা হয়ে যাচ্ছি। আমরা আমাদের ব্যক্তিগত যাত্রার মাধ্যমে জীবনকে অন্বেষণ করার সিদ্ধান্ত নিয়েছি।"
কী হয়েছে চিঙ্কি-মিঙ্কির?
শেষ আপডেট: 4 July 2025 13:46
দ্য ওয়াল ব্যুরো: কপিল শর্মার কমেডি শো থেকে যাত্রা শুরু। তারপর একসঙ্গে বহু রিয়েলিটি শো, স্টেজ পারফরম্যান্স ও বিজ্ঞাপনে নজর কাড়েন যমজ বোন সুরভি ও সমৃদ্ধি। পরিচিত নাম—চিঙ্কি ও মিঙ্কি। কিন্তু এই জনপ্রিয় জুটিকে আর একসঙ্গে দেখা যাবে না। নিজেদের ‘বিচ্ছেদের’ ঘোষণা করলেন দুই বোন নিজেই!
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি যৌথ পোস্টে তাঁরা লেখেন, "ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমরা এখন থেকে জুটি হিসেবে আলাদা হয়ে যাচ্ছি। আমরা আমাদের ব্যক্তিগত যাত্রার মাধ্যমে জীবনকে অন্বেষণ করার সিদ্ধান্ত নিয়েছি।" অর্থাৎ, পেশাদার জীবনে এবার আলাদা হলেন তাঁরা।
এই ঘোষণায় হতবাক তাঁর অনুরাগীরা। মন ভেঙেছে তাঁদের। কেউ লিখেছেন, “ভাই-বোনেরাও এখন ডিভোর্স দিচ্ছে? এ কেমন যুগ!” কেউ বা বলছেন, “ভেবেছিলাম যমজ মানেই অটুট বন্ধন। এখন বুঝছি ভুল ছিলাম।” কেউ আবার ক্ষোভ চাপতে না পেরে লেখেন, “জানি না আলাদা কাজ করলে আদৌ কেউ দেখবে কিনা!”
তবে কি টাইপকাস্ট হয়ে পড়ার ভয় থেকেই এমন সিদ্ধান্ত? সেই উত্তর আপাতত অনিশ্চিত। তবে এটি স্পষ্ট—এই ঘোষণা ভক্তদের হৃদয়ে গভীর দাগ কেটেছে। কারণ চিঙ্কি-মিঙ্কি শুধু পারফর্মার নন, বহুজনের কাছে তাঁরা একসঙ্গে থাকার প্রতীক।
সিবলিং ডিভোর্স হঠাৎ করেই যেন ট্রেন্ড হয়ে পড়ছে বলিউডে। মাস কয়েক আগে সোনু কক্কর এক পোস্টের মাধ্যমে জানান, বোন নেহা ও ভাই টনির সঙ্গে তাঁর আর সম্পর্ক নেই। ওদিকে কিছু দিন আগে প্রকাশ্যে আসে মালিক ভাই অর্থাৎ আরমান ও আমালের সম্পর্কের টালমাটাল অবস্থার কথাও! ভাগ্য ভাল, টলিউড এখনও সেই পথে হাঁটেনি। তবে আগামী দিনে কী হয় সে উত্তর লুকিয়ে সময়ের হাতে!