Date : 14th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
ইজরায়েলি হামলায় মৃত্যুর মুখ থেকে বেঁচে গিয়েছেন ইরানের প্রেসিডেন্ট, তাঁর সন্ধান কে দিয়েছিল'মুড়ি মিছরি এক হয়ে গেছে', চাকরিহারা 'যোগ্য'দের নবান্ন অভিযান যথাযথ, বার্তা শমীকেরAhmedabad Plane Crash: যান্ত্রিক বা রক্ষণাবেক্ষণের ত্রুটি মেলেনি, জানালেন এয়ার ইন্ডিয়া সিইওরক্তে ভেসে যাচ্ছে ঘর, বাবাকে কুপিয়ে খুন করল মা, 'চুপ থাক, নাহলে তোকেও...', হুমকি কিশোরকে!রাধিকার বান্ধবীর দাবি খারিজ করল পরিবার, এদিকে মোবাইলের মুছে ফেলা তথ্য ফিরিয়ে দেখছে পুলিশবর্ণ বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন, অবসাদে আত্মঘাতী প্রাক্তন ‘মিস পুদুচেরি’ সান রেচালপ্রধানমন্ত্রীর সভার জন্য রথের মেলা গুটিয়ে ফেলার নির্দেশ, ক্ষতির মুখে শতাধিক ছোট ব্যবসায়ীরাজ্জাক খাঁ খুনে গ্রেফতার আরও ১ দলীয় কর্মী, গত বছরই আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দেন আজহারউদ্দিনফেসবুকে ঘুরছে তন্ময়ের আপত্তিকর ছবি, হোয়াটসঅ্যাপ চ্যাট! বামনেতার বিরুদ্ধে অভিযোগ কতটা সত্যি?সোমবার নবান্ন অভিযান চাকরিহারাদের, নিরাপত্তায় মোতায়েন ড্রোন, সকাল থেকে যানজটে নাকাল যাত্রীরা
Twins Chinki-Minki

একসঙ্গে আর নয়! চিঙ্কি-মিঙ্কির ‘ডিভোর্স পোস্ট’ দেখে হতবাক ভক্তরা

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি যৌথ পোস্টে তাঁরা লেখেন, "ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমরা এখন থেকে জুটি হিসেবে আলাদা হয়ে যাচ্ছি। আমরা আমাদের ব্যক্তিগত যাত্রার মাধ্যমে জীবনকে অন্বেষণ করার সিদ্ধান্ত নিয়েছি।"

একসঙ্গে আর নয়! চিঙ্কি-মিঙ্কির ‘ডিভোর্স পোস্ট’ দেখে হতবাক ভক্তরা

কী হয়েছে চিঙ্কি-মিঙ্কির?

শেষ আপডেট: 4 July 2025 13:46


দ্য ওয়াল ব্যুরো: কপিল শর্মার কমেডি শো থেকে যাত্রা শুরু। তারপর একসঙ্গে বহু রিয়েলিটি শো, স্টেজ পারফরম্যান্স ও বিজ্ঞাপনে নজর কাড়েন যমজ বোন সুরভি ও সমৃদ্ধি। পরিচিত নাম—চিঙ্কি ও মিঙ্কি। কিন্তু এই জনপ্রিয় জুটিকে আর একসঙ্গে দেখা যাবে না। নিজেদের ‘বিচ্ছেদের’ ঘোষণা করলেন দুই বোন নিজেই!

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি যৌথ পোস্টে তাঁরা লেখেন, "ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমরা এখন থেকে জুটি হিসেবে আলাদা হয়ে যাচ্ছি। আমরা আমাদের ব্যক্তিগত যাত্রার মাধ্যমে জীবনকে অন্বেষণ করার সিদ্ধান্ত নিয়েছি।" অর্থাৎ, পেশাদার জীবনে এবার আলাদা হলেন তাঁরা। 

 


এই ঘোষণায় হতবাক তাঁর অনুরাগীরা। মন ভেঙেছে তাঁদের। কেউ লিখেছেন, “ভাই-বোনেরাও এখন ডিভোর্স দিচ্ছে? এ কেমন যুগ!” কেউ বা বলছেন, “ভেবেছিলাম যমজ মানেই অটুট বন্ধন। এখন বুঝছি ভুল ছিলাম।” কেউ আবার ক্ষোভ চাপতে না পেরে লেখেন, “জানি না আলাদা কাজ করলে আদৌ কেউ দেখবে কিনা!”

তবে কি টাইপকাস্ট হয়ে পড়ার ভয় থেকেই এমন সিদ্ধান্ত? সেই উত্তর আপাতত অনিশ্চিত। তবে এটি স্পষ্ট—এই ঘোষণা ভক্তদের হৃদয়ে গভীর দাগ কেটেছে। কারণ চিঙ্কি-মিঙ্কি শুধু পারফর্মার নন, বহুজনের কাছে তাঁরা একসঙ্গে থাকার প্রতীক।

সিবলিং ডিভোর্স হঠাৎ করেই যেন ট্রেন্ড হয়ে পড়ছে বলিউডে। মাস কয়েক আগে সোনু কক্কর এক পোস্টের মাধ্যমে জানান, বোন নেহা ও ভাই টনির সঙ্গে তাঁর আর সম্পর্ক নেই। ওদিকে কিছু দিন আগে প্রকাশ্যে আসে মালিক ভাই অর্থাৎ আরমান ও আমালের সম্পর্কের টালমাটাল অবস্থার কথাও! ভাগ্য ভাল, টলিউড এখনও সেই পথে হাঁটেনি। তবে আগামী দিনে কী হয় সে উত্তর লুকিয়ে সময়ের হাতে!


ভিডিও স্টোরি