শেষ আপডেট: 21st June 2023 15:35
দ্য ওয়াল ব্যুরো: ‘আদিপুরুষ’ নিয়ে বিতর্ক অব্যাহত! সোশ্যাল মিডিয়া থেকে পাড়ার চায়ের দোকান, সর্বত্র সমালোচনার মুখে পড়েছে রামায়ণের আধারে নির্মিত এই ছবিটি। ভিএফএক্স থেকে শুরু করে ছবির সংলাপ, সবকিছু নিয়েই নিন্দার ঝড় উঠেছে। এবার এই ছবিকে একহাত নিলেন রামানন্দ সাগরের রামায়ণে লক্ষ্মণের চরিত্রে অভিনয় করা সুনীল লাহরি। একইসঙ্গে জানালেন, এই রামায়ণ নিয়ে কঙ্গনা কাজ করছে। একমাত্র তাঁর উপরেই ওঁর ভরসা আছে।
সীতাকে নিয়ে নতুন একটি ছবি তৈরি করতে চলেছেন কঙ্গনা, এ কথা গোটা বলিউড জানে। এবার সেই বিষয়েই নিজের মতপ্রকাশ করলেন সুনীল। তিনি জানালেন, “আমার কঙ্গনার ছবি নিয়ে সম্পূর্ণ আস্থা আছে। আমি বিশ্বাস করি, ও রামায়ণ নিয়ে এমন ভুল কখনওই করবে না। আর যেটা করবে, সেটা ভালর জন্যই করবে। আমার মতে, কঙ্গনাই রামায়ণকে সততার সঙ্গে পর্দায় ফুটিয়ে তুলতে পারে। অন্যদের ব্যাপারে আমি কিছু বলতে পারব না। তবে আমার অভিজ্ঞতা অনুযায়ী এটা অবশ্যই বলতে পারি যে, নিজেদের সংস্কৃতি নিয়ে ছেলেখেলা করবেন না।”
কঙ্গনা যে ছবিটি বানাতে চলেছেন, তার নাম ‘দ্য ইনকারনেশন সীতা’। সেখানে সীতার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কঙ্গনাকে। এর আগেও তাঁকে ঐতিহাসিক চরিত্রে দেখা গিয়েছে। যদিও বিগত কয়েক বছরে কঙ্গনার ছবিগুলো বক্স অফিসে তেমন সাফল্য পায়নি। এখন দেখার সীতার চরিত্রে অভিনয় করে কঙ্গনার ঘরে লক্ষ্মী ফিরে আসে কিনা। তবে কঙ্গনার এই নতুন ছবিটি কবে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, তা এখনও জানা যায়নি।
‘আদিপুরুষ’-এর লেখক মনোজ মুনতাশিরকে খুনের হুমকি! বিশেষ নিরাপত্তা দিল মুম্বই পুলিশ