শেষ আপডেট: 23rd May 2024 21:04
দ্য ওয়াল ব্যুরো: আসছে 'উড়ান'। ভালবাসা দিয়ে জীবন জয় করার বার্তা নিয়ে আসছে নতুন ধারাবাহিকটি। স্টার জলসার পর্দায় 'উড়ান' দেখা যাবে আগামী সোমবার সাতাশে মে থেকে। এই ধারাবাহিকের মূল গল্প পূজারিণী ও মহারাজকে নিয়ে। পূজারিণী একজন দায়িত্বশীল মেয়ে, একটি ফুলের দোকান চালায়। অন্যদিকে ধারাবাহিকের নায়ক মহারাজ সব সময়ই মদের নেশায় ডুবে থাকে। মদ খেয়ে পাড়ায় পাড়ায় মাতলামিও করে সে। আদতে বিপরীতমুখী এই দুই মানুষের মনের মিল কি ঘটবে? পূজারিণীর হাত ধরে কীভাবে অন্ধকার পথ ছেড়ে আলোর পথে ফিরবে সে? তাই দেখানো হবে এই নতুন ধারাবাহিকে।
ধারাবাহিকে পূজারিণীর ভুমিকায় অভিনয় করছেন রত্নপ্রিয়া দাস এবং মহারাজের চরিত্রে অভিনয় করছেন প্রতীক সেন। নতুন জুটি নতুন লুকে পর্দায় হাজির হচ্ছেন। আগামী ২৭ শে মে থেকে সোম-শনি বিকাল ৫.৩০ টার সময় স্টার জলসায় সম্প্রচারিত হবে ধারাবাহিকটি।
পূজারিণী ও মহারাজের জীবনের উড়ান নিয়ে এই ধারাবাহিক, পূজারিণী একটি ফুলের দোকান চালায়, তার পাশাপাশি কিছু লোকের প্যান কার্ড, আধার কার্ড তৈরি করে দেয় সে। বিপদে মানুষের পাশে থাকার চেষ্টাও করে। আর অন্যদিকে পরিস্থিতির চাপে পড়ে মহারাজ নেশায় ডুবে থাকে । যে ছেলেটি আগে পড়াশনায় তুখোড় ছিল সে নেশায় নষ্ট করছে নিজের ভ সারাদিন মদের নেশায় ডুবে থেকে আড্ডা দিয়ে ঘুরে বেড়ানোই মহারাজের একমাত্র কাজ। তবে বিপদে মানুষের পাশেও দাঁড়াতে ভালবাসে না সে।
ধারাবাহিকের নতুন প্রোমোতে দেখা গিয়েছে পূজারিণীর কাঁথে তার বাবার নেওয়া ঋণের বোঝা। তাই সে ফুলের দোকান চালিয়েই সুদ দিয়ে যাচ্ছে। ওদিকে মহাজনের কুনজর পূজারিণীর ওপর। তাই সে আসল ফেরত দিতে বিয়ের প্রস্তাব দেয় পূজারিণীকে। আর তখনই হিরো হয়ে আসে মহারাজ, মহাজনকে চড় মারতেই মহাজন মাটিতে পড়ে যায়।
রত্নপ্রিয়া,প্রতীকের পাশাপাশি এই ধারাবাহিকে মহারাজের দাদার চরিত্রে অভিনয় করছেন ধ্রুবজ্যোতি সরকার। তাদের বাবা-মা'র চরিত্রে অভিনয় করছেন সন্দীপ ভট্টচার্য ও অঞ্জনা বসু। এই ধারাবাহিকটি পরিচালনা করছেন বাবু বণিক।