Date : 20th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
স্পার্ম ডোনেশনে ১০০ সন্তানের জন্ম! সম্পত্তি ভাগের পরিকল্পনা টেলিগ্রাম প্রতিষ্ঠাতারউড়ানে কাটছাঁট! ১৬টি রুটে কমবে ফ্লাইট, ৩টি রুটে সাময়িক বন্ধ এয়ার ইন্ডিয়ার পরিষেবাAir India Crash: মূল তথ্য সংগ্রহ এবং উদ্ধারকাজ শেষ, ধ্বংসাবশেষ নিয়ে যাওয়া হবে বিশেষ জায়গায়এই নিয়ে সাতবার! ফের পিছিয়ে গেল শুভাংশু শুক্লার মহাকাশ অভিযান, কী বলল নাসাভোটের ভিডিও, ছবি মাত্র ৪৫ দিন সংরক্ষণ করবে কমিশন! অনিয়ম আড়ালের চেষ্টা, মনে করছে বিরোধীরাইরান-ইজরায়েল যুদ্ধে আমেরিকা হস্তক্ষেপ করবে? সপ্তাহ দুয়েকের মধ্যে সিদ্ধান্ত নেবেন ট্রাম্পঅসুস্থ হয়ে পড়লেন অনশনরত দৃষ্টিহীন শিক্ষক, তড়িঘড়ি ভর্তি করা হল আরজি কর হাসপাতালেজ্বালানি কম, বিপদ এড়াতে গুয়াহাটি-চেন্নাই ইন্ডিগো বিমান ঘুরে গিয়ে নামল বেঙ্গালুরুতেএসএসসির চাকরিহারা শিক্ষাকর্মীরা রাজ্যের দেওয়া ভাতা কি পাবেন? শুক্রবার জানাবে হাইকোর্টইরানের পর ইজরায়েল থেকেও ভারতীয়দের ফেরাতে তৎপর নয়াদিল্লি, চলছে 'অপারেশন সিন্ধু'
Anjana Basu

ছোট মা থেকে বড় মা'য়ে উত্তরণ অঞ্জনার, 'কুসুম' ধারাবাহিকের ঝলকে 'বধূবরণ' ছায়া

ছোট মা থেকে বড় মা'য়ে উত্তরণ অঞ্জনার, 'কুসুম' ধারাবাহিকের ঝলকে 'বধূবরণ' ছায়া

ছোট মা থেকে বড় মা

শেষ আপডেট: 14 May 2025 17:19

দ্য ওয়াল ব্যুরো: অঞ্জনা বসু আর 'ছোট মা' নামটা একে অন্যের পরিপূরক হয়ে গেছে এতদিনে। ২০১৩ সালের হিট সিরিয়াল ছিল 'বধূবরণ'। ব্যক্তিত্বে আর আভিজাত্যে ছোট মা চরিত্রটিকে দর্শকদের মনে গেঁথে দিয়েছিলেন অঞ্জনা বসু। এতটাই ছোট মায়ের ইমেজের সঙ্গে মিলে যান অঞ্জনা, যে কারণে তাঁর কাছে সবসময় ঐ ধরণের চরিত্রই আসতে থাকে। এবার আসতে চলেছে জি বাংলার পর্দায় নতুন সিরিয়াল 'কুসুম'। যাতে অঞ্জনা এবার একান্নবর্তী পরিবারের বড় মা। কিন্তু বড় মা চরিত্রটির মধ্যেও যেন সেই ছোট মাকে খুঁজে পাচ্ছেন ছোট পর্দার দর্শকরা।

ইন্দ্রাণী গঙ্গোপাধ্যায়, দাপুটে ও প্রভাবশালী নারী চরিত্রে এবার ছোট পর্দায় ফিরছেন অঞ্জনা বসু। 'কুসুম' সিরিয়ালের ট্যাগ লাইন 'কুসুম পা রাখে যেখানে, লক্ষ্মীশ্রী আসে সেখানে' । গল্পে কুসুমই নায়িকা, তা বলার অপেক্ষা রাখে৷ না । কিন্তু চিত্রনাট্য ঘুরবে ইন্দ্রাণী এবং কুসুম দু'জনকে কেন্দ্রে রেখেই, তেমনটাই প্রোমো থেকে আভাস পাওয়া যাচ্ছে ।

জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক কুসুম, প্রধান চরিত্রে কারা | Kusum new  serial actors


ইন্দ্রাণী কঠোর নিয়মানুবর্তিতা মেনে চলেন সংসারে৷ তিনিই সংসারের প্রধান কাণ্ডারী। নিজের চেষ্টায় ব্যবসায় প্রতিষ্ঠিত হয়ে আজ তিনি সফল শিল্পপতি। এক নারীর জয়। কিন্তু সংসারে সেই নারীর দাপটে তটস্থ প্রতিটি সদস্য। যদিও সকলের মতামত গুরুত্ব দেন তিনি । সকলের কথা শোনেন । স্বামীকে শ্রদ্ধা করেন । এই ইন্দ্রাণীর বাড়িতে যখন আসে কুসুম, তখন কী হয়, বলা চলে কী কী ঘটে, সেটাই দেখার এই ধারাবাহিকে । কুসুম ও ইন্দ্রাণীর সম্পর্কেও কি কোনও সমীকরণ আসতে চলেছে?

তবে জি বাংলার 'কুসুম' সিরিয়ালের প্রোমো দেখে দর্শক স্টার জলসায় সম্প্রচারিত ২০১৩ সালের 'বধূবরণ' সিরিয়ালের ছায়া খুঁজে পাচ্ছেন। সেই এক দাপুটে বউয়ের চরিত্রে অঞ্জনা বসু।  রাশভারী ব্যক্তিত্বের আড়ালে লুকিয়ে আছে মমতার পরশ। কুসুম চরিত্রেও যেন কনকের ছায়া। কনকের রান্না খেয়ে ছোট মা ছেলে সাত্যকির জন্য পুত্রবধূ পছন্দ করেছিলেন। এখানেও কুসুম রান্নায় বাজিমাৎ করে হতে চলেছে বড় মা'র ছেলের বউ।

তবে এই শাশুড়ি-বৌমার পরিবারের মধ্যে রয়েছে বিস্তর ফারাক। গঙ্গোপাধ্যায় পরিবারের সর্বেসর্বা বড় মা ইন্দ্রাণী ওরফে অঞ্জনা। সেই বাড়ির গাড়ির চালকের মেয়ে হল কুসুম। এই বৈষম্য মিটিয়ে দুই পরিবারের মধ্যে সম্পর্ক সম্ভব?

কুসুমের চরিত্রে থাকছেন তনিষ্কা তিওয়ারি ৷ এর আগে 'গাঁটছড়া', 'বউচুরি' ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে । এবার এই ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে তনিস্কা।

জি বাংলায় আসছে 'কুসুম' ধারাবাহিক, নায়ক 'শৌর্য' সপ্তর্ষি, আছেন অঞ্জনা,  নায়িকা কে?, বায়োস্কোপ নিউজ

তনিস্কা অর্থাৎ কুসুমের নায়কের ভূমিকায় রয়েছেন সপ্তর্ষি রায়। 'মিঠিঝরা' ধারাবাহিকের জনপ্রিয় মুখ তিনি। অঞ্জনার সহজ সরল স্বামীর ভূমিকায় দেখা যাবে কুশল চক্রবর্তীকে। অনন্যা সেনগুপ্ত, আর্য সেনগুপ্তর মতো শিল্পীদেরও দেখা যাবে।

তবে একই ধরণের চরিত্রে যেন টাইপকাস্ট হয়ে যাচ্ছেন অঞ্জনা। হয়তো সেটাই তাঁর দর্শক মন ধরে রাখার চাবিকাঠি। সম্প্রচারের সময় শীঘ্রই জানানো হবে। 'কুসুম' কতটা সাফল্য পায় সেটাই এখন দেখার।


ভিডিও স্টোরি