শেষ আপডেট: 17th January 2025 20:43
দ্য ওয়াল ব্যুরো: সইফ আলি খানের উপর হামলার পর ফের এক খারাপ খবর। সড়ক দুর্ঘটনায় প্রয়াত হলেন ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা আমান জয়সওয়াল। বয়স হয়েছিল মাত্র ২২ বছর। 'ধরতিপুত্র' ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করছিলেন আমান।
ওই ধারাবাহিকের লেখক ধীরজ মিশ্র সংবাদমাধ্যমকে বলেন, "ও অডিশন দিতে যাচ্ছিল। হাইওয়েতে ওর বাইকে ট্রাক ধাক্কা দেয়। তারপরেই সব শেষ।"
‘ধরতিপুত্র নন্দিনী’ ধারাবাহিকের সুবাদেই দর্শকমহলে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিলেন আমান জয়সওয়াল। উত্তর প্রদেশের বালিয়ার ছেলে আমান। একবুক স্বপ্ন নিয়ে পা দিয়েছিলেন মুম্বইয়ে।
সোনি টিভির পুণ্যশ্লোক অহল্যাবাঈ সিরিয়ালে যশবন্ত রাওয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত সম্প্রচারিত হয়েছিল সেই ধারাবাহিক। মডেল হিসেবে কেরিয়ার শুরু করলেও ধীরে ধীরে মুম্বইয়ে নিজের জমি শক্ত করছিলেন তিনি। যদিও স্বপ্ন শেষ, প্রয়াত আমান।