শেষ আপডেট: 22nd April 2023 09:26
দ্য ওয়াল ব্যুরো: সকালে টাকা জমা করার পর রাতেই নামের পাশে 'নীলকমল' ফিরে পেয়েছেন। সেই নিয়ে যেন আর আনন্দ ধরে না বিগ বি'র। শুক্রবার মাঝরাতেই টুইট করে ব্লু টিক (blue tick) ফিরে পাওয়ার খবর ভক্তদের নিজে জানিয়েছেন। সঙ্গে টুইটার (Twitter) সিইও ইলন মাস্কের উদ্দেশে দু'কলি গানও গেয়েছেন। অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan) এমন ছোটখাটো বিষয়েও এতটা উচ্ছ্বসিত হতে দেখে ভক্তরা বলছেন, উনি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আরও বাচ্চা হয়ে গিয়েছেন। যা সাধারণ প্রবীণ নাগরিকদের মধ্যে আকছার দেখা যায়।
শুক্রবার সকালে টুইট করে ইলন মাস্কের উদ্দেশে 'হাত জোড়' করে বলেছিলেন, টাকা জমা করেছি। এবার আমার নীলকমল, অর্থাৎ ব্লু টিক ফেরত দাও। প্রয়োজনে পা ধরতেও রাজি বলে জানিয়েছিলেন তিনি। না, শেষ অবধি পা ধরতে হয়নি বিগ বি'কে। তার আগেই শুক্রবার রাতে টুইটারে নামের পাশে ব্লু টিক ফিরে পেয়েছেন বর্ষীয়ান অভিনেতা। আর তারপর টুইটার প্রধান ইলন মাস্ককে গান গেয়ে ধন্যবাদ জানালেন অমিতাভ বচ্চন।
কী লিখেছেন অভিনেতা?
অমিতাভ বচ্চন লেখেন, "এ মাস্ক ভাইয়া! বহুত বহুত ধন্যবাদ দেত হ্যায় হম আপকা! ও, নীল কমল লগ গবা হামার নাম কে আগে! অব কা বতাই ভাইয়া! গানা গানে কা মন করত হ্যায় হামার! শুনবো কা? ই লেও শুনো! "তু চীজ বড়ি হ্যায় musk musk, তু চীজ বড়ি হ্যায় musk..."
যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, "ও মাস্ক ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার নামের পাশে আবার নীলকমল ফিরে এসেছে। এখন তো আমার গান গাইতে মন চাইছে ভাই। শুনবেন? এই নিন, শুনুন। তু চিজ বড়ি হ্যায় মাস্ক মাস্ক, তু চিজ বড়ি হ্যায় মাস্ক।"
শুক্রবার সাতসকালেই টুইটার থেকে ব্লু টিক হারিয়ে ফেলেছিলেন বহু সেলেব্রিটি। বলিউডের শাহরুখ খান, অমিতাভ বচ্চন থেকে শুরু করে ক্রিকেট মাঠের ধোনি-কোহলি-সহ অনেকেরই ব্লু টিক খোয়া গিয়েছে ইলন মাস্কের নতুন নিয়মের জেরে। বছরে নির্দিষ্ট পরিমাণ টাকা না দিলে পাওয়া যাবে না ব্লু টিক, এমনটা জানানো হয়েছে আগেই। আর সেই টাকা না দেওয়াতেই রাতারাতি ভ্যানিশ হয়ে গিয়েছিল ব্লু টিক।
অমিতাভ টাকা দিয়ে বললেন, নীলকমল ফিরিয়ে দে ভাই, পায়ে ধরতে হবে নাকি!