শেষ আপডেট: 21st September 2024 16:36
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের অন্যতম চর্চিত জুটি অমিতাভ-রেখা। এক সময় পর্দায় একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। তাঁদের নিয়ে জল্পনাও কম হয়নি। অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনের দাম্পত্যের মাঝে বারবার উঠে এসেছে রেখার নাম।
রিল লাইফের পাশাপাশি, রিয়্যাল লাইফেও বলিউডের বহু প্রেম, বহু সম্পর্কের ভাঙাগড়ার সাক্ষী থাকে নেটিজেনরা। কখনও কখনও প্রেম বিয়ে পর্যন্ত পৌঁছলেও কয়েক বছর পরে ভাঙে ঘর। তেমনই বলিউডের চর্চিত প্রেম নিয়ে কথা উঠলেই সবার প্রথমে নাম আসে রেখা-অমিতাভের।
তাঁদের সম্পর্কের কথা গোটা বলিউড জানলেও, অমিতাভ কখনওই তা স্বীকার করেননি। এমনকি তাঁদের প্রেমের সম্পর্ক অমিতাভের স্ত্রী জয়া ভাদুড়িরও জানতেন। তবে এ বিষয়ে প্রকাশ্যে কোনও দিনই কথা বলতে চাননি তিনি। তাঁকে প্রশ্ন করা হলে, উত্তরে বলতেন, তিনি কোনও গুজবেই কান দেন না।
জয়া যে মনে মনে কষ্ট পাচ্ছেন, তা রেখা বুঝতে পারতেন। কিন্তু তা সত্ত্বেও অমিতাভের প্রতি তাঁর ভালবাসার কথা কখনও লুকিয়ে রাখেননি রেখা। বারবার বলেছেন তিনি ভালবাসেন অমিতাভকে। এখনও তাঁকে এই কথাই বলতে শোনা যায়, নাম না করে। কোনও স্বার্থ ছাড়া, কোনও কিছু পাওয়ার আশা ছাড়াই সব সময় ভালবেসে গিয়েছেন অমিতাভকে।
তারপরেই একদিন জয়া বচ্চন রেখাকে বাড়িতে ডিনারের জন্য আমন্ত্রণ জানান। সেদিন জয়া স্পষ্ট জানিয়ে দেন, যাই ঘটুক না কেন তিনি তাঁর স্বামীকে কোনও দিনই ছেড়ে যাবেন না। তারপরেই রেখা ঠিক করে নিয়েছিলেন, তিনি যখন মিসেস বচ্চন হতে পারছেন না, তখন তিনি অবিবাহিতই থেকে যাবেন।
কিন্তু স্বামী না থাকা সত্ত্বেও রেখাকে সিঁদুর পরতে দেখা যায়। তা নিয়ে বলিপাড়ায় জল্পনাও আছে। তারপরে পর্দায় আর তাঁদের কখনও একসঙ্গে দেখা যায়নি। সিলসিলা ছিল এই জুটির একসঙ্গে শেষ ছবি।