শেষ আপডেট: 20th December 2021 14:57
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে মন দেওয়া নেওয়ার মরশুম চলছে। কোথাও হাতে হাত রেখে বিয়ের পিড়িতে বসছেন তারকারা। কোথাও আবার বিয়ে ভেঙে যাচ্ছে নিমেষেই। আমির খান কিরণ রাওয়ের বিচ্ছেদের রেশ কাটিয়ে উঠতে না উঠতেই আরও এক তারকা দম্পতির ঘর ভাঙার কানাঘুষো শোনা যাচ্ছে। কারা তাঁরা? তাঁরা হলেন অনিল কাপুর আর সুনীতা কাপুর। ৩৭ বছরের দাম্পত্য অনিল সুনীতার। আর ক’দিন পরেই ৬৫ বছরে পা দেবেন বলিউডের ‘মিস্টার ইন্ডিয়া’। কিন্তু হঠাৎ এই জুটির বিচ্ছেদের কানাঘুষোতেই সরগরম বলিউড। আর তার চেয়েও চমকে দেওয়ার মতো খবর হল, গুজব ছড়িয়েছে সোনম কাপুরের বাবার বিয়ে ভাঙার জন্য নাকি দায়ী কঙ্গনা রানাউত। কেন এমন গুজব রটেছে? বি-টাউনের অন্দরমহলে খোঁজ নিয়ে জানা গেল অন্য খবর। বেশ কয়েকবছর আগে করণ জোহরের টেলিভিশন শো-তে একসঙ্গে হাজির হয়েছিলেন অনিল কাপুর সঞ্জয় দত্ত আর কঙ্গনা রানাউত। সেখানে অনিল কাপুরের জন্য করণ জোহরের প্রশ্ন ছিল কোন মহিলার জন্য নিজের বউকে ছাড়তে রাজি আছেন তিনি। অনিল কাপুর সেই প্রশ্নের উত্তরে শো-তে উপস্থিত কঙ্গনার নাম করেছিলেন। কঙ্গনাও তখন উত্তর শুনে বেশ লজ্জা পেয়েছিলেন। সেই ঘটনার সূত্র ধরেই ডালপালা মেলেছে গুজব। তবে বলিউড বলছে, এই গুজব শুধু গুজবই। আদৌ তা সত্যি নয়। তবে বলাও যায় না, কখন যে কী হয়!