শেষ আপডেট: 8th August 2023 15:07
দ্য ওয়াল ব্যুরো: টলিউডে নিজের প্রাপ্য সম্মান বা চরিত্র পাননি টোটা রায়চৌধুরী (Tota Roy Choudhury), এ কথা হামেশাই বলে থাকেন বাংলা ছবির দর্শকরা। ঋতুপর্ণ ঘোষের ‘চোখের বালি’তে বিহারী কিংবা সৃজিত মুখোপাধ্যায়ের ‘ফেলুদা’ সিরিজে নাম ভূমিকায় তাঁর অভিনয়ই সেরা কাজের তালিকায় থাকবে। তবে বলিউডে গিয়ে এবার তিনি দেশজুড়ে হুলস্থূল ফেলে দিয়েছেন। করণ জোহরের ‘রকি অউর রানি…’ ছবিতে আলিয়া ভাটের বাবার চরিত্রে টোটার অভিনয় বেশ প্রশংসিত হচ্ছে দর্শক ও সমালোচক মহলে। তবে সবচেয়ে বেশি তিনি নজর কেড়েছেন কত্থক নেচে।
‘দেবদাস’ ছবির দু’টি বিখ্যাত গান ‘কাঁহে ছেড়ে’ ও ‘ডোলা রে’ এই ছবিতে নতুন ভাবে ব্যবহার করেছেন করণ। আর তাতেই যেন বাজিমাত করেছেন টোটা। একটিতে তিনি একা এবং অপরটিতে পা মিলিয়েছেন রণবীরের সঙ্গে। দু’টি গানেই দুর্ধর্ষ নেচেছেন টোটা। আর তারপরই এই বাঙালি অভিনেতার কত্থকের সঙ্গে কমল হাসানের (Kamal Haasan) তুলনা শুরু হয়েছে। ‘বিশ্বরূপম’ ছবিতে কমল হাসানও কত্থক নেচেছিলেন। কে ভাল কত্থক নেচেছেন, সেই নিয়ে আলোচনা, কাটাছেঁড়া শুরু হয়েছে। শেষে এ বিষয়ে মুখ খুললেন টোটা নিজেই।
টোটা বলেন, “এ বাবা… একদম না। দয়া করে গ্রেট কমল হাসান স্যারের সঙ্গে একই বাক্যে আমার নাম উচ্চারণ করবেন না। উনি একজন পরিপূর্ণ শিল্পী। ভারতীয় সিনেমার ইতিহাসে তিনি অন্যতম সেরা একজন। কমল হাসান কী করেছেন, তা ওঁর সিনেমা না দেখলে মানুষ বুঝবে না। সাত-আটের দশক থেকে এখনও অবধি তিনি যেভাবে কাজ করে যাচ্ছেন, তা অতুলনীয়। উনি নতুন ঘরানার ছবির অন্যতম একজন পথিকৃৎ। আবারও বলছি, ওঁর নাচের বা অভিনয়ের সঙ্গে দয়া করে আমার তুলনা টানবেন না। এতে ওঁকেই অপমান করা হবে।”
নাচের সঙ্গে পৌরুষের সম্পর্ক নেই, সবকিছুর পরে অবিচল পথে থাকাটাই আসল কথা: টোটা