শেষ আপডেট: 7th June 2023 13:18
দ্য ওয়াল ব্যুরো: প্রচলিত বিদেশি লোকগাথায় দুই তাঁতি এক রাজার পোশাক তৈরির নামে বানিয়েছিল এমনই এক পোশাক যার আসলে কোনও অস্তিত্বই ছিল না। রাজাকে সেই তাঁতিরা বুঝিয়েছিল তাঁদের বানানো পোশাক নাকি এমনই সূক্ষ যে সেটা চোখেই দেখা যায় না। সেই গল্পটি আসলে রাজার মূর্খামির পরিচয় দিলেও বাস্তবে যে এমন সূক্ষ বস্ত্রের অস্তিত্ব নেই তা বলা যায় না। হলিউডের তারকারা দীর্ঘদিন ধরেই মজে এমন ‘সূক্ষ’ পোশাকের ফ্যাশনে।
অস্কার থেকে কান, হলিউডের ঝাঁ চকচকে অনুষ্ঠানের রেড কার্পেটে প্রায়ই দেখা যায় নায়িকাদের 'নগ্ন' পোশাকে। পুরোপুরি স্বচ্ছ এই পোশাক পরলেও দেহের প্রায় অধিকাংশই দৃশ্যমান হয়ে থাকে। এমন ‘আছে কিন্তু নেই’ পোশাক পরার ফলে হলিউড তারকাদের যৌন আবেদন বেড়ে যায় কয়েক গুণ। স্বাভাবিক ভাবেই এই ফ্যাশনে মজে হলিউডের নায়িকারা।
'নেকেড ড্রেস’-এ হলিউডের এই ৫ তারকা ফ্যাশন জগতে সাড়া ফেলেছিলেন
মেরিলিন মনরো
হলিউডের অন্যতম সেরা ফ্যাশন আইকনের তালিকায় রয়েছেন মেরিলিন মনরো। তাঁকেই প্রথম এই ধরনের স্বচ্ছ পোশাকে দেখা গিয়েছিল। মেরিলিনের 'হ্যাপি বার্থডে মিস্টার প্রেসিডেন্ট' গাউনের এই ফ্যাশনে আজও মজে সারা বিশ্ব।
ইভা গ্রিন
২০০৩ সালে বিখ্যাত ছবি দ্য ড্রিমার্স ছবিতে অতি পরিচিত 'ভেনাস' ভাস্কর্যের অনুকরণে ইভা গ্রিনের সাদা চাদর জড়িয়ে সেই বিখ্যাত দৃশ্যে আজও মুগ্ধ অনুরাগীরা। নগ্নতার এমন শৈল্পিক উদযাপন ফ্যাশন দুনিয়া এর আগে দেখেনি।
এমিলি রাতাকোভস্কি
ভ্যানিটি ফেয়ার অভিনেত্রী এমিলি রাতাকোভস্কিকে চলতি বছরের অস্কার পুরস্কারে দেখা গিয়েছিল এমনই এক স্বচ্ছ পোশাকে।
রিহানা
২০১৪ সালের সিএফডিএ ফ্যাশন অ্যাওয়ার্ডে রিহানার নেকেড ড্রেস নজর কেড়েছিল অনেকেরই। রিহানার সেই লুক আজও নেকেড ড্রেসের অন্যতম সেরা লুক হিসেবে বিবেচনা করা হয়।
চের
১৯৭৪ সালের মেট গালা নিয়ে আজকের মতো এত আলোচনা হতো না। তবে সেই মেট গালায় ফ্যাশনিস্তাদের আলোচনার কেন্দ্রে ছিলেন চের তাঁর স্বচ্ছ পোশাকের কারণে।
আজরাখ থেকে প্যাচওয়ার্ক, ব্লক থেকে বাগরু সবই এক ছাদের তলায়, দেখে নিন কোথায় পাবেন দারুণ সব কুর্তি