শেষ আপডেট: 11th February 2025 17:37
দ্য ওয়াল ব্যুরো: ইউটিউবের বিশাল জগতে হাজারো কনটেন্ট ক্রিয়েটর কাজ করলেও কিছু ব্যক্তি তাঁদের অনন্য কনটেন্ট ও উপস্থাপনার জন্য কোটি কোটি মানুষের মন জয় করেছেন। ভারতের এমনই কয়েকজন সফল ইউটিউবার হলেন গৌরব চৌধুরি, ভুবন বাম, অমিত ভাদানা, ক্যারি মিনাটি এবং নিশা মাধুলিকা। দেখে নিন তাঁদের জনপ্রিয়তা ও আয়।
১. গৌরব চৌধুরি ওরফে 'Technical Guruji'
টেকনোলজি বিষয়ক কনটেন্ট তৈরি করে জনপ্রিয়তা পেয়েছেন গৌরব চৌধুরি, যিনি 'Technical Guruji' নামে পরিচিত। রাজস্থানের আজমেরে জন্ম, পরে দুবাইয়ের BITS Pilani থেকে মাইক্রোইলেক্ট্রনিক্সে ডিগ্রি অর্জন করেন।
২০১৫ সালে ইউটিউবে যাত্রা শুরু করেন। তারপর ২০১৮ সালে ১ কোটি সাবস্ক্রাইবার পান। বর্তমানে তাঁর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ২.৩৭ কোটি এবং ইনস্টাগ্রামে ৬.১ মিলিয়ন ফলোয়ার। গৌরবের আয় প্রায় ৩৫৬ কোটি টাকা। পাশাপাশি তিনি দুবাই পুলিশকে সাইবার সিকিউরিটি সেবা দেওয়া একটি সংস্থা পরিচালনা করেন।
২. ভুবন বাম ওরফে 'BB Ki Vines'
'BB Ki Vines'-এর নির্মাতা ভুবন বাম একাধারে ইউটিউবার ও গায়ক। গুজরাটের বডোদরায় জন্ম নেওয়া ভুবন দিল্লিতে পড়াশোনা করার সময় মজার ভিডিও তৈরি শুরু করেন। তাঁর তৈরি চরিত্র ‘টিটু মামা’ সহ আরও অনেক চরিত্র দর্শকদের কাছে বেশ জনপ্রিয়।
বর্তমানে তাঁর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ২.৬৬ কোটি। সঙ্গীত জগতেও তিনি সফল, তাঁর গাওয়া গানগুলিও কোটি কোটি ভিউ পেয়েছে। ভূবনের মোট আয় প্রায় ১২২ কোটি টাকা।
৩. অমিত ভাদানা
অমিত ভাদানা তাঁর হাস্যরসাত্মক ভিডিওর জন্য পরিচিত। দিল্লিতে জন্ম নেওয়া অমিত আইন নিয়ে পড়াশোনা করলেও ইউটিউবে কনটেন্ট তৈরি করেই খ্যাতি অর্জন করেন।
২০১২ সালে চ্যানেল খুললেও ২০১৭ সালে ভাইরাল হওয়ার পর জনপ্রিয়তার শীর্ষে ওঠেন। এখন তাঁর ইউটিউব সাবস্ক্রাইবার ২.৪৫ কোটি, এবং আয় প্রায় ৮০ কোটি টাকা। তিনি অভিনয় ও বিভিন্ন ব্র্যান্ডের প্রচারেও যুক্ত।
৪. অজয় নগর ওরফে 'CarryMinati'
ভারতের অন্যতম জনপ্রিয় ইউটিউবার অজয় নগর, যিনি 'CarryMinati' নামে পরিচিত। ১৯৯৯ সালে হরিয়ানার ফরিদাবাদে জন্ম নেওয়া অজয় তাঁর মজার রোস্ট ভিডিও এবং গেমিং কনটেন্টের জন্য বিখ্যাত।
বিশেষত করোনা লকডাউনের সময় তাঁর একটি ভিডিও ভাইরাল হলে জনপ্রিয়তা তুঙ্গে পৌঁছায়। বর্তমানে তাঁর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার ৪.৫ কোটি এবং আয় প্রায় ৫০ কোটি টাকা।
৫. নিশা মাধুলিকা
যাঁরা নিরামিষ রান্না ভালবাসেন, তাঁদের কাছে নিশা মাধুলিকা একটি পরিচিত নাম। ২০১১ সালে ইউটিউব যাত্রা শুরু করে সহজ, সুস্বাদু রান্নার রেসিপি শেয়ার করে জনপ্রিয়তা পান তিনি।
বর্তমানে তাঁর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ১.৪ কোটি। নিশার আয় প্রায় ৪৩ কোটি টাকা। তিনি কুকবুকও লিখেছেন এবং বিভিন্ন ব্র্যান্ডের প্রচার করেছেন।
অন্যান্য জনপ্রিয় ইউটিউবারদের আয়
- 'সন্দীপ মহেশ্বরী' ('Sandeep Seminars'): প্রায় ৪১ কোটি টাকা
- 'ফয়সাল খান' ('Khan Sir'): প্রায় ৪১ কোটি টাকা
- 'আশিস চঞ্চলানি' ('Ashish Chanchlani Vines'): প্রায় ৪০ কোটি টাকা
- 'হর্ষ বেনিওয়াল': প্রায় ৩০ কোটি টাকা
- 'ধ্রুব রাঠি': প্রায় ২৪ কোটি টাকা