শেষ আপডেট: 10 May 2023 08:49
দ্য ওয়াল ব্যুরো: হলিউডের সুপুরুষ অভিনেতাদের মধ্যে প্রথম সারির অন্যতম নাম নিঃসন্দেহে টম ক্রুজের (Tom Cruise)। বিশ্ব জুড়ে তাঁর মহিলা অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। অন্যদিকে ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলের থিম সং 'ওয়াকা ওয়াকা' গাইবার পর থেকেই সুন্দরী গায়িকা শাকিরার (Shakira) পুরুষ ভক্তের সংখ্যা আকাশছোঁয়া।
কেমন হত যদি স্বপ্নের নায়ক টম ক্রুজের সঙ্গে জুটি হিসেবে পাওয়া যেত শাকিরাকে? (Tom Cruise wants to build up relationship with Shakira) এই ভাবনা নিশ্চয়ই অনেকেই ভেবেছেন মনে মনে। অনুরাগীদের সেই স্বপ্ন এবার হয়তো পূরণ হতে চলেছে। সম্প্রতি মিয়ামি ফর্মুলা ওয়ান গ্রাঁ পি-তে একসঙ্গে দেখা যায় এই দুই গ্লোবাল আইকনকে। জানা গেছে, তারপর থেকেই নাকি শাকিরার প্রতি হৃদয়ের টান অনুভব করছেন বিশ্বের অন্যতম সুপুরুষ।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, ২০২২ এর জুন মাসে দীর্ঘদিনের প্রেমিক ফুটবলার জেরার্ড পিকে-র সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গিয়েছে শাকিরার। তারপর থেকেই পুরনো বন্ধুর অসময়ে তাঁকে সঙ্গ দিতে চাইছেন টম ক্রুজ। প্রসঙ্গত, বহুদিন ধরেই শাকিরার ভাল বন্ধুর তালিকায় আছেন টম। জানা গেছে, সম্প্রতি প্রিয় বান্ধবীকে ফুলও পাঠিয়েছেন মিশন ইম্পসিবল অভিনেতা।
বেশ কিছু দিন ধরেই শাকিরাকে রীতিমতো গুরুত্ব দিচ্ছেন টম। শাকিরার সঙ্গ পাওয়ার জন্য যুবরাজ চার্লসের অভিষেক অনুষ্ঠানের বদলে মিয়ামিতে ফর্মুলা ওয়ানের মাঠে উপস্থিত হতেও দু'বার ভাবেননি তিনি। প্রসঙ্গত, এর আগেও তিনবার বিয়ে করেছেন অভিনেতা টম ক্রুজ। অভিনেত্রী নিকোল কিডম্যান এবং কেটি হোমস ঘরণী ছিলেন অভিনেতার যদিও সেই 'মিশন ইম্পসিবল'ই থেকে যায়। এখন শাকিরার সঙ্গে সত্যি যদি তৈরি হয় টম ক্রুজের ভালবাসার সম্পর্ক তবে হলিউড যে ফের একটি পাওয়ার কাপল পেতে চলেছে তাতে কোনও সন্দেহ নেই।
নিরো ৭৯ বছর বয়সে সপ্তম সন্তানের বাবা হলেন, গডফাদার অনেক আগে গ্র্যান্ডফাদার হয়েছেন