হলিউড সুপারস্টার টম ক্রুজ জানিয়েছেন, তিনি একদিন ভারতে এসে এক বলিউড-স্টাইলের ছবি তৈরি করতে চান। ‘মিশন ইম্পসিবল: দ্য ফাইনাল রেকনিং’ ছবির প্রচারে পর্বে ভারত সম্পর্কে তাঁর মুগ্ধতা প্রকাশ্য আসে। অ্যাকশন তারকার বক্তব্যে মসগুল হয়ে পড়েন তামাম দর্শক।
টম ক্রুজ
শেষ আপডেট: 17 May 2025 15:11
দ্য ওয়াল ব্যুরো: হলিউড সুপারস্টার টম ক্রুজ জানিয়েছেন, তিনি একবার অন্তত ভারতে এসে এক বলিউড-স্টাইলের ছবি তৈরি করতে চান। ‘মিশন ইম্পসিবল: দ্য ফাইনাল রেকনিং’ ছবির প্রচারে পর্বে ভারত সম্পর্কে তাঁর মুগ্ধতা প্রকাশ্য আসে। অ্যাকশন তারকার বক্তব্যে মসগুল হয়ে পড়েন তামাম দর্শক।
তিনি বলেন, ‘ভারতের জন্য আমার অঢেল ভালোবাসা রয়েছে। দেশ, মানুষগুলো, সংস্কৃতি—সবই অসাধারণ। আমি এখনও সেই অভিজ্ঞতা ভুলিনি। তাজ মহল দর্শন, মুম্বইয়ের পথঘাটে ঘোরা—সব মুহূর্ত এখনও স্পষ্ট মনে আছে।’
২০১১ সালে মুক্তি পায় ‘Mission Impossible: Ghost Protocol’। ছবির বেশ কিছু অংশ মুম্বইয়ে শুট করা হয়েছিল। সেই ছবিতে বলিউড অভিনেতা অনিল কাপুরও অভিনয় করেছিলেন ব্রিজ নাথ নামের এক চরিত্রে। যদিও ছবিতে বেঙ্গালুরু শহরকে দেখানো হয়েছিল, সেটি আসলে নির্মিত হয়েছিল ভ্যাঙ্কুভারের সেটে। ছবির প্রচারকালীন সময় টম ক্রুজ ঘুরে দেখেন আগ্রার ঐতিহাসিক তাজ মহলও।
ভারতীয় সিনেমার প্রতি ভালোবাসা ব্যক্ত করে টম বলেন, ‘আমি বলিউড সিনেমা খুবই পছন্দ করি। নাচ-গান-অভিনয় একসঙ্গে করতে যে দক্ষতা লাগে, সেটা সত্যিই প্রশংসনীয়। আমি মুগ্ধ হয়ে দেখি—একটা দৃশ্যের মধ্যে হঠাৎ গান শুরু হয়ে যায়। এটা এতই স্বাভাবিক আর সুন্দর লাগে। আমি ছোটবেলা থেকেই বিভিন্ন দেশের মিউজিক্যাল সিনেমা দেখে বড় হয়েছি। বলিউড সিনেমা সেই তালিকায় আমার খুব প্রিয়।”
তিনি আরও বলেন, ‘আমি ভারতে গিয়ে একটি বলিউড-স্টাইল সিনেমা করতে চাই। আমি জানি এটা সত্যিই দারুণ এবং চমৎকার এক অভিজ্ঞতা হবে। আমি নাচগান খুব ভালোবাসি—এটা করতে পারলে সত্যিই আনন্দ পাব।’ ভারতের মানুষের সান্নিধ্যে আসা তাঁর মনের খুব কাছাকাছি বলেও জানান ক্রুজ, ‘ভারতে আমার অনেক বন্ধু আছে। আমি দারুণ সব মানুষের সঙ্গে দেখা করেছি। আমি অপেক্ষা করে আছি আবার কবে যেতে পারব ওই দেশে।’
শেষে নিজের নতুন ছবি ‘দ্য ফাইনাল রেকিং’-এর (The Final Reckoning) জনপ্রিয় সংলাপ ‘আই নিড ইউ টু ট্রাস্ট মি, ওয়ান লাস্ট টাইম’ হিন্দি ভাষায় বলেন, ‘মুঝ পর ভরোসা করো, এক আঁখরি বার’। এ দেশে টম ক্রুজের অগণিত ভক্ত। তাঁর বলিউড ছবিতে অভিনয়ের ইচ্ছা যেন ভক্তদের মনে জাগায় এক অন্যরকম উত্তেজনা ও কৌতূহল!