Date : 16th Jun, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
দাউদাউ করে জ্বলল খিদিরপুর বাজার, মুহূর্তেই ভস্মীভূত ৪০০-রও বেশি দোকানSSC: বড় আন্দোলনের ইঙ্গিত! সোমবার বিধানসভা অভিযানের ডাক চাকরিহারা শিক্ষকদের একাংশেরশহরের বয়স্কদের জন্য কলকাতা পুলিশের বিশেষ উদ্যোগ, সচেতনতা ও মনোবল বাড়াতে পাশে এসএসকেএম-ওগ্রীষ্মকালীন রক্তসঙ্কট মেটাতে বাংলার সবচেয়ে বড় রক্তদান শিবির বর্ধমানেঅনশনমঞ্চে অসুস্থ আরও চার চাকরিহারা শিক্ষক, দ্রুত নিয়ে যাওয়া হল আরজি কর হাসপাতালেবাপি না থাকলেও, 'মহাসিন্ধুর ওপার থেকে' আজও আগলে রেখেছেন আমায়: পৌলমী চট্টোপাধ্যায় বসু মা হতে অক্ষম, শারীরিক সম্পর্কেও অপারগ জানতে পেরেই মধুবালাকে ত্যাগ কিশোরের! যে পরিবর্তন পরিপূর্ণতা দিয়েছে তা ঢেকে লজ্জা পাওয়ার কারণ আমার কাছে নেই: অহনাসঞ্জয়ের অকালমৃত্যু, তাঁর ৩৯,০০০ কোটির সাম্রাজ্যের উত্তরসূরি স্ত্রী-সন্তান নন! তবে কে?এআই যাদের হাতের মুঠোয়, চাকরির বাজারে তারাই আগামীর স্টার, বার্তা লিঙ্কডইনের সহ-প্রতিষ্ঠাতার
Tom Cruise-Bollywood

বলিউড ছবিতে নাচ-গান করতে চাই: টম ক্রুজ

হলিউড সুপারস্টার টম ক্রুজ জানিয়েছেন, তিনি একদিন ভারতে এসে এক বলিউড-স্টাইলের ছবি তৈরি করতে চান। ‘মিশন ইম্পসিবল: দ্য ফাইনাল রেকনিং’ ছবির প্রচারে পর্বে ভারত সম্পর্কে তাঁর মুগ্ধতা প্রকাশ্য আসে। অ্যাকশন তারকার বক্তব্যে মসগুল হয়ে পড়েন তামাম দর্শক।

বলিউড ছবিতে নাচ-গান করতে চাই: টম ক্রুজ

টম ক্রুজ

শেষ আপডেট: 17 May 2025 15:11

দ্য ওয়াল ব্যুরো: হলিউড সুপারস্টার টম ক্রুজ জানিয়েছেন, তিনি একবার অন্তত ভারতে এসে এক বলিউড-স্টাইলের ছবি তৈরি করতে চান। ‘মিশন ইম্পসিবল: দ্য ফাইনাল রেকনিং’ ছবির প্রচারে পর্বে ভারত সম্পর্কে তাঁর মুগ্ধতা প্রকাশ্য আসে। অ্যাকশন তারকার বক্তব্যে মসগুল হয়ে পড়েন তামাম দর্শক।

তিনি বলেন, ‘ভারতের জন্য আমার অঢেল ভালোবাসা রয়েছে। দেশ, মানুষগুলো, সংস্কৃতি—সবই অসাধারণ। আমি এখনও সেই অভিজ্ঞতা ভুলিনি। তাজ মহল দর্শন, মুম্বইয়ের পথঘাটে ঘোরা—সব মুহূর্ত এখনও স্পষ্ট মনে আছে।’

২০১১ সালে মুক্তি পায় Mission Impossible: Ghost Protocol’।  ছবির বেশ কিছু অংশ মুম্বইয়ে শুট করা হয়েছিল। সেই ছবিতে বলিউড অভিনেতা অনিল কাপুরও অভিনয় করেছিলেন ব্রিজ নাথ নামের এক চরিত্রে। যদিও ছবিতে বেঙ্গালুরু শহরকে দেখানো হয়েছিল, সেটি আসলে নির্মিত হয়েছিল ভ্যাঙ্কুভারের সেটে। ছবির প্রচারকালীন সময় টম ক্রুজ ঘুরে দেখেন আগ্রার ঐতিহাসিক তাজ মহলও।

ভারতীয় সিনেমার প্রতি ভালোবাসা ব্যক্ত করে টম বলেন, ‘আমি বলিউড সিনেমা খুবই পছন্দ করি। নাচ-গান-অভিনয় একসঙ্গে করতে যে দক্ষতা লাগে, সেটা সত্যিই প্রশংসনীয়। আমি মুগ্ধ হয়ে দেখি—একটা দৃশ্যের মধ্যে হঠাৎ গান শুরু হয়ে যায়। এটা এতই স্বাভাবিক আর সুন্দর লাগে। আমি ছোটবেলা থেকেই বিভিন্ন দেশের মিউজিক্যাল সিনেমা দেখে বড় হয়েছি। বলিউড সিনেমা সেই তালিকায় আমার খুব প্রিয়।”

তিনি আরও বলেন, ‘আমি ভারতে গিয়ে একটি বলিউড-স্টাইল সিনেমা করতে চাই। আমি জানি এটা সত্যিই দারুণ এবং চমৎকার এক অভিজ্ঞতা হবে। আমি নাচগান খুব ভালোবাসি—এটা করতে পারলে সত্যিই আনন্দ পাব।’ ভারতের মানুষের সান্নিধ্যে আসা তাঁর মনের খুব কাছাকাছি বলেও জানান ক্রুজ, ‘ভারতে আমার অনেক বন্ধু আছে। আমি দারুণ সব মানুষের সঙ্গে দেখা করেছি। আমি অপেক্ষা করে আছি আবার কবে যেতে পারব ওই দেশে।’

শেষে নিজের নতুন ছবি ‘দ্য ফাইনাল রেকিং’-এর (The Final Reckoning) জনপ্রিয় সংলাপ ‘আই নিড ইউ টু ট্রাস্ট মি, ওয়ান লাস্ট টাইমহিন্দি ভাষায় বলেন, ‘মুঝ পর ভরোসা করো, এক আঁখরি বার’। এ দেশে টম ক্রুজের অগণিত ভক্ত। তাঁর বলিউড ছবিতে অভিনয়ের ইচ্ছা যেন ভক্তদের মনে জাগায় এক অন্যরকম উত্তেজনা ও কৌতূহল!


ভিডিও স্টোরি