শেষ আপডেট: 28 August 2024 08:30
দ্য ওয়াল ব্যুরো: নারীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বলিউড ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে। এবার টলিউডেও 'নারী সুরক্ষা কমিটি' তৈরির আবেদন করল টলিপাড়ার একাংশ। জানালেন তাঁদের 'হেমা কমিটির মতো কমিটি চাই'। এমন দাবিকে সম্মতি জানিয়েছেন বহু তারকা।
ইতিমধ্যেই অভিনেত্রী, মহিলা প্রযোজক ও মহিলা টেকনিশিয়ানরা নিজেদের স্বাক্ষর-সহ একটি চিঠি জমা দিয়েছেন। চিঠিতে টেলি অ্যাকাডেমি, ইমপা, আর্টিস্ট ফোরাম, ফেডারেশনের সভাপতির উদ্দেশে এই কমিটি গঠনের আবেদন জানিয়েছেন। চিঠিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, আরজি করের নিন্দনীয় ঘটনার প্রতিবাদে বিনোদন দুনিয়ার অজস্র শিল্পী, তাঁরা নাট্যকর্মী হোন, বা টেকনিশিয়ান, সঙ্গীতশিল্পী, মেকআপ আর্টিস্ট, নৃত্যশিল্পী, চিত্রনাট্যকার, টেলিভিশন, ওয়েব প্ল্যাটফর্মের শিল্পীরা পথে নেমেছেন, যা প্রশংসনীয়।
সেই সঙ্গে তাঁরা লেখেন, 'যদিও, এটা অত্যন্ত দুঃখজনক যে আমাদেরই কিছু মানুষের এখনও নিজের কর্মক্ষেত্রে বারবার ঘটে যাওয়া যৌন নির্যাতন, হেনস্থা, হিংস্রতার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া বাকি রয়েছে। বাংলা ফিল্ম, ওয়েব প্ল্যাটফর্ম, টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কর্মরত মহিলা হিসেবে আমরা নিত্যদিন নানা ধরনের যৌন হেনস্থার শিকার হই, এমনকী নিয়মিত মহিলা, শিশু ও প্রান্তিক মানুষদের হওয়া অত্যাচারের কথা শুনি।'
প্রসঙ্গত, মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচ, যৌন হেনস্থার অভিযোগ উঠছিল বহু দিন ধরেই। সম্প্রতি সেই বিষয়েই রিপোর্ট জমা দেয় 'কে হেমা কমিটি'।