শেষ আপডেট: 28th September 2024 18:14
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদ করেছিলেন রূপা ভট্টাচার্য। আর সেই কারণেই এবার তাঁকে বাড়ি গিয়ে ধর্ষণ করার হুমকি দেওয়া হল। ইতিমধ্যেই সাইবার সেলে অভিযোগ জানিয়েছেন টলি অভিনেত্রী।
ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর জন্য বারবার পথে নেমেছেন রূপা। আওয়াজ তুলেছেন বিচার চেয়ে। আর সেই কারণেই সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। এমনই অভিযোগ তাঁর। অভিনেত্রী জানান, ইমেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তিনি অভিযোগ জানিয়েছেন।
রূপা বলেন, 'আরজি করের প্রতিবাদে নারীর কর্মক্ষেত্রে সুরক্ষা, ধর্ষণ এবং বারবার নারী সুরক্ষার কথা উঠে এসেছে। আমরা সেই কারণে রাস্তায় নেমেছিলাম। একজন নাগরিক হিসেবে প্রতিবাদ করেছি। তার পরও আমাকে লাগাতার সোশ্যাল মিডিয়াতে ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে বিভিন্ন প্রোফাইল থেকে। ঘুরে ফিরে সেই নারী নিরাপত্তার কথাই উঠে আসছে।'
অভিনেত্রী আরও বলেন, 'শুধু আমার প্রোফাইল বলেই না, অনেকের প্রোফাইলেই এমন অশ্লীল, অশ্রাব্য ভাষায় হুমকি দেওয়া হচ্ছে। আমায় ট্যাগ করে বলা হচ্ছে কেন মুখ খুলেছিস? দুর্নীতির বিরুদ্ধে তুই কেন মুখ খুলছিস? পুলিশ আমাদের কিছু বলবে না। তোর বাড়িতে ঢুকে তোকে অষ্টমীর দিন, দশমীর দিন রেপ করে আসব।'